• রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জের শহীদ খায়রুল জাহান বীর প্রতীকের আজ ৫০তম মৃত্যুবার্ষিকী

শহীদ খায়রুলের নামে ছাত্রাবাস। ইনসেটে তার ছবি -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের শহীদ খায়রুল
জাহান বীর প্রতীকের আজ
৫০তম মৃত্যুবার্ষিকী

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের শহীদ খায়রুল জাহান বীর প্রতীকের আজ ২৬ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী। একাত্তরের এই দিনে শহরতলির বিন্নাটি ইউনিয়নের প্যারাভাঙা এলাকায় হানাদার ও রাজাকার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। তখন তিনি ময়মনসিংহের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।
কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার বাসিন্দা খায়রুল জাহান একাত্তরে ছাত্র থাকা অবস্থায় বঙ্গবন্ধুর আহবানে ভারতে সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। একাত্তরের ২৬ নভেম্বর ভোরবেলায় শহরতলির প্যারাভাঙা এলাকায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের পাশে হানাদার ও রাজাকার বাহিনীর সঙ্গে তার দল সম্মুখযুদ্ধে লিপ্ত হয়। তুমুল যুদ্ধে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে প্রতিপক্ষ যখন দিশেহারা, তখন খবর পেয়ে শহর থেকে ট্রাকভর্তি পাকিস্তানি সেনাদের অপর একটি দল গিয়ে সেখানে যোগ দেয়। দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধের এক পর্যায়ে খায়রুল জাহান গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তার লাশটি হানাদাররা শহরে নিয়ে আসার পর একটি জিপের পেছনে লাশটি দড়ি দিয়ে বেঁধে পাকিস্তানিদের স্থানীয় দোসররা সারা শহর প্রদক্ষিণ করে। এরপর বর্বর দোসররা উল্লাস করতে করতে খায়রুল জাহানের রক্তমাখা শার্টটি তার বাসায় গিয়ে মায়ের হাতে তুলে দিয়ে আসে।
দেশ শত্রুমুক্ত হবার পর শহীদ খায়রুল জাহানকে বঙ্গবন্ধু ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করেন। এছাড়াও, ময়মনসিংহের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের একটি ছাত্রাবাসের নামকরণও করা হয়েছে ‘শহীদ খায়রুল ছাত্রাবাস’ নামে। প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে শহীদ খায়রুল জাহানের পরিবারকে সংবর্ধনা দেয়া হয় এবং সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *