• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন |
  • English Version

বাজিতপুরে ইউপি নির্বাচন ঘিরে খুন ; ভিকটিম পরিবারসহ এক প্রার্থীর সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দিলালপুরের সাবেক চেয়ারম্যান মিজবাহ উদ্দিন খান সাফি। - পূর্বকণ্ঠ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর বিরোধে গত ৭ জুন মুজিবুর রহমান (৬২) নামে একজনের খুনের ঘটনা ঘটেছিল। এ ব্যাপারে হত্যা মামলা হলেও ভিকটিম পক্ষের প্রায় সাড়ে ৪শ’ মানুষের নামে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটসহ অন্তত ৬টি মামলা করা হয়েছে। হত্যার বিচার ও তাদের নামে দায়ের করা মামলার প্রতিকার দাবি করে নিহতের স্ত্রীসহ পরিবার ও একজন চেয়াম্যান প্রার্থী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করেছেন। আজ ১১ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা শহরের পাবলিক লাইব্রোরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত মুজিবুর রহমানের স্ত্রী ফরিদা খাতুন, নিহতের ছেলে হত্যা মালার বাদী জাহিনুর রহমান সোহাগ, নিহতের ছোটভাই চান মিয়া এবং দিলালপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনের প্রার্থী, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন খান সাফি।
তারা বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি গোলাম কিবরিয়া নভেলের (৩৫) বিরুদ্ধে আসন্ন ইউপি নির্বাচনে সাবেক চেয়ারম্যান মিজবাহ উদ্দিন খান সাফি আবারও প্রার্থী হচ্ছেন। এর জেরে নভেলের নির্দেশে স্থানীয় বিএনপি কর্মীসহ চিহ্নিত সন্ত্রাসীরা বল্লম, চাইনিজ কোড়াল এবং রাম দায়ের আঘাতে দুপুর বেলায় বাহেরনগর এলাকায় মুজিবুর রহমানকে খুন করে। এসময় নিহতের স্ত্রী ফরিদা খাতুন (৫৫) এবং ছোটভাই চান মিয়াসহ (৫৫) আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় নিহতের ছেলে সোহাগ বাদী হয়ে ৫৪ জনের নামে বাজিতপুর থানায় মামলা করলে অন্তত ৩৫ জন আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান। পরবর্তীতে ২৫ জন উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসেছেন। চেয়ারম্যান নভেলও হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। এখন এরা বাদী পক্ষকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। স্থানীয় এমপি আফজাল হোসেনের মামাত ভাই পরিচয়ের দোহাই দিয়ে চেয়ারম্যান নভেল দাপট দেখাচ্ছেন বলে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়। এরা ৬টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সংবাদ সম্মেলনে এর হাত থেকে প্রতিকার দাবি করেছেন এবং মুজিবুর হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন। মিজবাহ উদ্দিন সাফি জানান, এর আগে তার ওপর ব্যক্তিগতভাবে আক্রমণ করে তাকে হাত-পা ভেঙে পঙ্গু করে দেয়া হয়েছিল। এখনও তার পায়ে রড ঢোকানো রয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দিলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিহত মুজিবুরের ছোটভাই মো. চান মিয়াসহ এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *