• রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জের হাওরে ধানকাটা শ্রমিক সঙ্কট

ধান কেটে দিলেন এমপি তৌফিক
কিশোরগঞ্জের হাওরে ধানকাটা শ্রমিক সঙ্কট

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে প্রতি বছরই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষি শ্রমিক আসেন ধান কাটতে। কিন্তু এবারের করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সঙ্কট নিয়ে শঙ্কিত কৃষকরা। সপ্তাহখানেকের মধ্যে আগাম জাতের ধান পুরোদমে কাটা শুরু হয়ে যাবে। কিন্তু এখনই কিছু কিছু জমির ধান পেকে গেছে। ফলে কৃষকের জমির ধান কাটতে সাহায্যের হাত বাড়িয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সন্তান হাওর সমৃদ্ধ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি আজ বুধবার (৮ এপ্রিল) মিঠামইনের ঢাকি এলাকায় মাস্ক পরে কাস্তে হাতে জমিতে নেমে কৃষকদের পাকা ধান কেটে দিয়েছেন। তার আহবানে এলাকার ছাত্রলীগের নেতাকর্মিরাও কৃষকদের সাহায্যে জমিতে নেমে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিয়েছেন। এমপি তৌফিক হাওরের কৃষকদের এই দুঃসময়ে ছাত্রলীগের নেতাকর্মিদেরকে কৃষকদের পাকা ধান কেটে দেয়ার আহবান জানিয়েছেন।
এদিকে কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন, এবার জেলার ১৩ উপজেলায় মোট এক লাখ ৬৬ হাজার ৭১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। চাল উৎপাদন হবে প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন। এর মধ্যে কেবল হাওর অধ্যুষিত এলাকাতেই বোরো আবাদ হয়েছে এক লাখ তিন হাজার ২৪৫ হেক্টর জমিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *