• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে সেবাইতদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হোসেনপুরে তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী জেমসের টাকা বাড়লেও স্থাবর সম্পদ কমে গেছে, অন্যজনের স্ত্রীর আয় বেশি দলীয় প্রতীকে দুই প্রার্থী দাঁড়িয়েছেন করিমগঞ্জে বিএনপি নেতাদের নির্বাচনী ভিডিও কেন্দ্রের নজরে পাকুন্দিয়ায় মিথ্যা ও সম্মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করিমগঞ্জে ৮ প্রার্থীর ৪ জনই আওয়ামী লীগের ‘আল্লাহ বাবাকে মাফ কর বাবাকে চিকিৎসা করাও’ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাপ্রশাসন ২৫২ বছরে পদার্পণ কুলিয়ারচরে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম

কিশোরগঞ্জে অনুকরণীয় মডেলের আশ্রয়ণ প্রকল্প

কিশোরগঞ্জে অনুকরণীয়
মডেলের আশ্রয়ণ প্রকল্প

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে উদ্ভাবনী চিন্তা আর সৃজনশীলতার মিশ্রণে বাস্তবায়ন করা হয়েছে অনুকরণীয় মডেলের এক আশ্রয়ণ প্রকল্প। সদর উপজেলার যশোদল এলাকায় এই প্রকল্পের ২২টি ঘরে ঠাঁই হয়েছে ২২টি আশ্রয়হীন পরিবারের। এসব পরিবারে বয়স্কদের পাশাপাশি রয়েছে অনেক শিশুও। কিন্তু সমাজে শিশুদের প্রচলিত বিনোদন উপকরণ ছিল তাদের ধরাছোঁয়ার বাইরে। অনাদরে অবহেলায় কাদামাটিতে গড়াগড়ি দিয়ে বেড়ে ওঠাই ছিল তাদের চিরচেনা জীবনচিত্র। কিন্তু এই অবহেলিত শিশুদের জন্য সেই আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ করে দেয়া হয়েছে দোলনা আর স্লিপার। বাসিন্দাদের উন্মুক্ত আকাশের নীচে একটু সময় কাটানোর জন্য, নির্মল বাতাস নেবার জন্য নির্মাণ করে দেয়া হয়েছে গোলঘর। বসার জন্য নির্মাণ করা হয়েছে গোলাকার পাকা স্থাপনা। তৈরি করা হয়েছে পাকা ঘাটসহ কৃত্রিম লেক। মোট কথা, একটি বিনোদন জোন তৈরি করা হয়েছে। নামাজের ঘরও নির্মাণ করা হয়েছে। সুপেয় পানির জন্য টিউবওয়েল তো রয়েছেই। এছাড়া প্রকল্পের ঘরগুলোকে টেকসই করার জন্য প্যালাসাইডিং গাইড ওয়ালও নির্মাণ করা হয়েছে। সরকার নির্ধারিত সুযোগ সুবিধা সংবলিত এই প্রকল্পে সীমিত সাধ্যের বাইরে গিয়ে বাড়তি যা সুযোগসুবিধা এবং সৌন্দর্য সংযোজন করা হয়েছে, সেটাকে সবাই একটি মডেল প্রকল্প হিসেবেই মনে করছেন।জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়ার সার্বক্ষণিক তদারকিতে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। আজ ৩১ জুলাই শনিবার দুপুরে কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি প্রধান অতিথি হিসেবে প্রকল্পটি পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার ও মাছুমা আক্তার, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল হক (বাবুল হাজী) ও যশোদ ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে গ্যাস সিলিন্ডার, চুলা এবং খাদ্যসামগ্রি বিতরণ করা হয়। সেখানে মুজিববর্ষ স্মারক বৃক্ষ রোপনসহ পরিবেশ বান্ধব প্রকৃতি গড়ে তোলার লক্ষ্যে ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা রোপন করা হয়েছে। শেষে প্রধান অতিথি ও জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিগণ উপকারভোগিদের সঙ্গে কথা বলে তাদের সুযোগসুবিধার খোঁজ নেন। উপকারভোগীরা এসময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান, সমাজে ঠিকানা ছাড়া ভেসে বেড়ানোর হাত থেকে রক্ষা করে তাদের একটি স্থায়ী ঠিকানা দেবার জন্য। প্রধান অতিথিও এ ধরনের একটি সুন্দর প্রকল্পের মডেল উপহার দেবার জন্য সংশ্লিদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *