• রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন |
  • English Version

ভৈরবে বিধিনিষেধ অমান্য করে কফি হাউজ খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভৈরবে বিধিনিষেধ অমান্য
করে কফি হাউজ খোলা রাখায়
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরব কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় ৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৬ জুলাই) সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার বিভিন্ন স্থানে দোকান, পর্যটন কেন্দ্র ও কফি হাউজ খোলা রাখার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ জানান, সরকারি নির্দেশনা মানতে মানুষের মধ্যে বেশি উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। লকডাউনের মধ্যেও মানুষ সরকারি নির্দেশনা না মেনে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্র ও কফি হাউজে ভীড় করছে। এছাড়া বিভিন্ন অজুহাতে মানুষ রাস্তায় বের হচ্ছে । যদি কেউ জরুরি কাজ ছাড়া রাস্তায় বের হচ্ছে এমন সব ব্যক্তিদের আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করছি। আজ সোমবার (২৬ জুলাই) সরকারি নির্দেশনা অমান্য করায় ৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করি।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন বাংলাদেশ সেনাবাহিনী। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *