• রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর
উপহারের ঘর পরিদর্শন
করলেন জেলা প্রশাসক

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের ৫১টি ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বুধবার (১৪ জুলাই) বিকেলে তিনি সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামে নির্মিত ৪৬টি ও হোসেন্দী ইউনিয়নের চরপাড়া গ্রামে নির্মিত ৫টি ঘর পরিদর্শন করেন।
এ সময় তিনি আশ্রয়ণ-২ প্রকল্পের ঘরগুলো নির্মাণের গুণগত মান ঘুরে দেখেন। মনোরম পরিবেশে নির্মিত ঘরগুলোর কাজের মান ভালো হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি উপকারভোগীদের সঙ্গেও তাঁদের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে বসবাস করতে উপকারভোগীদের প্রতি আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু ও হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, মনোরম পরিবেশে নির্মিত এসব ঘরগুলো দেখে মনটা ভরে গেল। উপকারভোগীরা বাড়ির আঙিনায় আয়-বর্ধক সবজি চাষ করছেন। এতে তারা আর্থিক ভাবেও উপকৃত হবেন। ঘরগুলোর নির্মাণ কাজ ঘুরে দেখেছি। গুণগত মান সন্তোষজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *