• শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন |
  • English Version

কটিয়াদীর বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ আবুল ফারুক মারা গেছেন

কটিয়াদীর বীর মুক্তিযোদ্ধা
ডা. সৈয়দ আবুল ফারুক
মারা গেছেন

# মোস্তফা কামাল :-

কটিয়াদী উপজেলার চান্দপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. সৈয়দ আবুল ফারুক (৯৫) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি আজ বুধবার ১৪ জুলাই সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন। তিনি কিশোরগঞ্জ জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলামের বাবা। তিনি স্ট্রোকে আক্রান্ত হলে গত ১২ জুলাই সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে আজ দুপুরে তাকে ঢাকায় নেয়া হয়েছিল। কয়েক মাস আগেও তিনি স্ট্রোকে আক্রান্ত হলে বেশ কিছুদিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। আগামীকাল বাদ জোহর চান্দপুর মিয়া চাঁন শাহ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে তার বড় ছেলে সৈয়দ নজরুল ইসলাম জানিয়েছেন। ডা. সৈয়দ আবুল ফারুক এলাকায় একজন সজ্জন, সদালাপী, সদাহাস্য ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি এলাকায় ‘ফারুক ডাক্তার’ নামে সমধিক পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি ভারতের মেঘালয় রাজ্যের বালাড ক্যাম্পের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে ছিলেন। সেখানে তিন আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের চিকিৎসার দায়িত্বে ছিলেন। ওই ক্যাম্পে মুক্তিযোদ্ধা রিক্রুটের দায়িত্বে ছিলেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডা. এস.এ ফারুকের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আবুল হাশেম, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলফাজ উদ্দিন দীপু, জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *