• রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে দোকানিদের মুখে মাস্কের দেখা নেই

কিশোরগঞ্জে দোকানিদের
মুখে মাস্কের দেখা নেই

# মোস্তফা কামাল :-

গত ১ জুলাই থেকে কিশোরগঞ্জসহ দেশব্যাপী সপ্তাহব্যাপী ‘কঠোর লকডাউন’ শুরু হয়েছে। প্রথম প্রথম ভ্রাম্যমান আদালত এবং সেনা ও বিজিবিসহ আইন শৃংখলা বাহিনীর নিয়মিত টহলের কারণে পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক ছিল। কিন্তু যত দিন যাচ্ছে রাস্তায় পথচারীর চলাচল বাড়ছে, বাড়ছে হালকা যানবাহন। তবে শতভাগ না হলেও বেশিরভাগ পথচারীর মাঝে এখনও মাস্ক ব্যবহারের প্রবণতা দেখা গেলেও হাটবাজারে দোকানিদের মাস্ক ব্যবহারের কোন বালাই নেই।
সরকার কঠোর লকডাউন ঘোষণা করলেও জরুরী পণ্যসেবা চালু রাখার প্রয়োজনে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং ডেলিভারির শর্তে হোটেলগুলো খোলা রাখার অনুমতি দিয়েছে। কিন্তু কাঁচা বাজারগুলোর চিত্র খুবই হতাশাব্যঞ্জক। আজ ৫ জুলাই সোমবার দুপুরে জেলা শহরের প্রধান কাঁচাবাজার বড়বাজারে গিয়ে দিখা গেছে, মাছ, মাংস ও সবজি বিক্রেতা থেকে শুরু করে মুদি দোকানি, কারও মুখেই মাস্ক নেই। ক্বদাচিৎ কারও মুখে মাস্ক দেখা গেলেও সেটি থুতনির নীচে নামিয়ে রেখেছেন। আর কাঁচা বাজারে যারা কেনাকাটা করতে যান, তাদেরও অনেকেরই মাস্ক দেখা যায়নি। হালকা যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যেও অন্তত ৩০ ভাগেরই মাস্ক নেই। অথচ কিশোরগঞ্জে কিছুদিন ধরেই সংক্রমণ ভয়াবহরূপে বেড়ে চলেছে। গতকাল রোববার রাত ১১টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় জেলায় নতুন ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর তখন পর্যন্ত জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট এক হাজার ২৪ জন। এখন জেলা সদরের সড়কে আইন শৃংখলা বাহিনীর টহলও খুব চোখে পড়ছে না। ভ্রাম্যমান আদালতের গতিও খানিকটা মন্থর। সরকার লকডউনের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়েছে। ফলে সকাল থেকেই রাস্তায় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থান না নিলে করোনা নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাবে বলে সচেতন মহল মনে করছে। কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সহায়তা প্রদান শুরু হয়েছে। খাদ্য সহায়তা চালু রাখলে রাস্তায় শ্রমজীবী মানুষের আনাগোনাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে অনেকে মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *