• রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন |
  • English Version

১২ টন আমন বীজ গোপনে পাচার বিষয়ে তদন্ত শুরু হয়েছে

তদন্তকালে প্রাপ্ত তথ্য নোট করছেন তদন্ত কর্মকর্তা আবু রায়হান মো. তারিক। -পূর্বকণ্ঠ

১২ টন আমন বীজ
গোপনে পাচার বিষয়ে
তদন্ত শুরু হয়েছে

# মোস্তফা কামাল :-

গত ২৮ জুন দৈনিক পূর্বকণ্ঠ এর অনলাইন ভার্সনে ‘কিশোরগঞ্জে ধান বীজ কেলেঙ্কারি, গোপনে পাচারের সময় ১২ টন বীজ আটক’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনটি বিএডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর এর তদন্ত শুরু হয়েছে। বিএডিসির বীজ বিতরণ বিভাগের ব্যবস্থাপক আবু রায়হান মো. তারিক গতকাল ৩০ জুন বুধবার কিশোরগঞ্জে একরামপুর এলাকায় বীজ বিতরণ বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ে এসে তদন্ত করে গেছেন। এসময় তিনি স্থানীয় কর্মকর্তাসহ বিভিন্ন ডিলারদের সঙ্গে কথা বলেন। ডিলারগণ বীজ বিতরণে চরম বৈষম্যসহ নানারকম অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন বলে জানা গেছে। তদন্ত কর্মকর্তা ব্যবস্থাপক আবু রায়হান মো. তারিক ডিলারদের এসব বক্তব্য লিপিবদ্ধ করেছেন এবং বীজ বিতরণ সংক্রান্ত বিভিন্ন দাপ্তরিক কাগজপত্রও পরীক্ষা করেছেন। অচিরেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার তদন্ত প্রতিবেদন পেশ করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৮ জুন পাকুন্দিয়ার এরফান মাস্টার নামে একজন বীজ ডিলারের কাছে কিশোরগঞ্জ থেকে বিএডিসির ১২ টন ‘বিআর-২২’ জাতের আমন বীজ পাচার করা হচ্ছে মর্মে অন্যান্য ডিলারদের কাছে খবর আসে। তখন কয়েকজন ডিলার শহরের সিদ্ধেশ্বরী মোড় হয়ে পাকুন্দিয়ার দিকে যাওয়ার সময় বীজ বোঝাই দু’টি ট্রাক্টর আটক করেন। ট্রাক্টরের চালক আনোয়ার হোসেনও এ প্রতিনিধির কাছে বীজগুলি এরফান মাস্টারের গুদামে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছিলেন। তবে বীজ গুদামের উপ-পরিচালক হুমায়ুন কবীর বীজগুলো তার একরামপুর এলাকার গুদামে আসছিল বলে দাবি করেছিলেন। কিন্তু এসব বীজ গাজীপুরের নিবন্ধিত একটি ট্রাকে করে ২৪ জুন শহরতলির যশোদল গুদাম থেকে একরামপুর গুদামে পাঠানো হয়েছিল মর্মে হুমায়ুন কবীর এ প্রতিনিধিকে একটি চালান প্রদর্শন করেছিলেন। তাহলে চালানের তারিখের চারদিন পর কেন বীজগুলি যশোদল গুদাম থেকে পাঠানো হলো, আর ট্রাকের জায়গায় কেন ট্রাক্টরে করে পাঠানো হলো, এমন প্রশ্নের কোন সদুত্তর উপ-পরিচালক হুমায়ুন কবীর দিতে পারেননি। পাকুন্দিয়ারই কয়েকজন ডিলার এমন অভিযোগও করেছেন, তারা সরাসরি কৃষকের কাছে বীজ বিক্রি করেন। তারা ৫০ বস্তা বীজের চাহিদা দিলেও দেয়া হয়েছে মাত্র ৪ বস্তা। অথচ পাকুন্দিয়ারই একজন ডিলারকে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে ১২শ’ বস্তা (১২ টন) বীজ দিয়ে দেয়া হলো। এসব বীজ কৃত্রিম সঙ্কট তৈরি করে বাড়তি দামে বিক্রি করা হতো, অথবা বাড়তি দামে অন্যত্র পাচার করে দেয়া হতো বলে বঞ্চিত ডিলারগণ মন্তব্য করেছেন। অবশ্য এসব অভিযোগ উপ-পরিচালক হুমায়ুন কবীর বরাবরই অস্বীকার করেছেন। শেষ পর্যন্ত ঘটনার তদন্ত হচ্ছে। কয়েক দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন বীজ বিতরণ বিভাগের মহাব্যবস্থাপক বরাবরে জমা দেয়া হবে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আবু রাহয়হান মো. তারিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *