• রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন |
  • English Version

ভৈরবে কঠোর লকডাউনে প্রশাসনের নজরদারী অব্যাহত

ভৈরবে কঠোর
লকডাউনে প্রশাসনের
নজরদারী অব্যাহত

# মিলাদ হোসেন অপু :-

সারাদেশের ন্যায় ভৈরবেও চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। ভৈরবের প্রশাসন ভৈরব শহরের বিভিন্ন জায়গা টহলের মাধ্যমে নজরদারীতে রেখেছেন। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা ভৈরব শহর টহলের মাধ্যমে নজরদারী করছেন। আজ ১ জুলাই ভৈরব বাজার, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। মানুষের মুখে নেই মাস্ক, কাজ ছাড়া অনেকেই ঘুরে বেড়াচ্ছে বাজারে, ঘাটে-মাঠে। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কারোরই। প্রশাসনের গাড়ি দেখলেই মুখে মাস্ক লাগিয়ে চলাফেরা করতে দেখা যায় অনেককে। চলে গেলে আবার মাস্ক খুলে দিব্যি চলতে থাকে এবং সৃষ্টি করে জনসমাগম। বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন উপজেলা থেকে রিকশা, অটো দিয়ে আসা লোকগুলো আবার ফিরিয়ে দেয়া হচ্ছে উল্টোদিকে। এদিকে ভৈরব বাজার থেকে বেরুতে পাচ্ছে না মানুষজন। তবে প্রশাসনের দাবি জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। জরুরী প্রয়োজনে বের হলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। ইতিমধ্যে দিনের শুরুতে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী টহল দিচ্ছে ভৈরব বাজারসহ শহরের বিভিন্ন এলাকায়। মাইকিংয়ের মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ও সতর্কতা অবলম্বন করতে জানানো হচ্ছে। এদিকে নিত্য প্রয়োজনীয় দোকান, রানীর বাজার, চক বাজার, ভূষিপট্টি এলাকা, নদীর পাড় এলাকায় ব্যবসা বাণিজ্য খোলা রয়েছে। তবে তা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা বলেন, সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। ভৈরবের প্রশাসন এ বিষয়ে তৎপর রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ৮ জনকে ১ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করায় তাদের এ জরিমানা করা হয়। ভৈরবে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিগত দিনের তুলনায় গত এক সপ্তাহে ব্যাপকহারে করোনায় আক্রান্ত হয়েছে মানুষ। এখনই স্বাস্থ্য সচেতন না হলে এবং সরকার ঘোষিত লকডাউন না মানলে বড় ধরণের খেশারত দিতে হবে ভৈরবের মানুষকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *