• রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে নকশা অনুযায়ী নদী সংস্কারে মানববন্ধন

কিশোরগঞ্জে নকশা অনুযায়ী
নদী সংস্কারে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের নরসুন্দা নদী সংস্কার ও পুনর্বাসন প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ, মূল নকশা অনুযায়ী নদী খনন, অবৈধ দখলদারদের উচ্ছেদ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে ‘নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ’ নামে একটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সংগঠনটির আহবায়ক সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান শেখ সেলিম কবীরের সভাপতিত্বে আজ ৩০ জুন বুধবার সকালে জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকায় নরসুন্দার পাড়ে আয়োজিত মানববন্ধনে অন্যান্যের বক্তৃতা করেন ও উপস্থিতি ছিলেন, সংগঠনের সদস্য সচিব কামরুল হাসান মুকুল, সাবেক পৌর কাউন্সিলর আবু নাসের হিলালী মিন্টু, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অনল চক্রবর্তী কানু প্রমুখ।
প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম যখন এলজিআরডি মন্ত্রী, তখন ২০১২ সালের ২২ নভেম্বর এলজিইডির তত্ত্বাবধানে ‘কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদী পুনর্বাসন ও পৌরসভা সংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্প’ নামে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়েছিল। এর জন্য সর্বসাকুল্যে ১১০ কোটি টাকার মত বরাদ্দ হয়েছিল। মানববন্ধনে বক্তাগণ বলেন, প্রকল্পের কাজের সমাপ্তি হলেও নদী যথাযথভাবে নকশা অনুযায়ী খনন করা হয়নি। কয়েকটি সেতু এবং ওয়াকওয়েসহ অন্যান্য কাজে দুর্নীতি হয়েছে, মানসম্মত কাজ হয়নি। কাজেই এসব দুর্নীতির বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মূল নকশা অনুযায়ী নদী পুনঃখননের জন্য বক্তাগণ দাবি জানিয়েছেন। সেই সঙ্গে নতুন করে যারা অবৈধভাবে নদীর জায়গা দখল করছেন তাদেরকে উচ্ছেদ করে পূর্বের ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের জন্যও দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *