• রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ ভৈরবে র‌্যাবের হাতে আটক নারীর মৃত্যু খরা আর শিলাবৃষ্টির হানা বেপারিদের মাথায় হাত মোকাররম শোকরানা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান

কিশোরগঞ্জে নকল সোনার দু’টি বারসহ দুই প্রতারক র‌্যাবের হাতে আটক

কিশোরগঞ্জে নকল সোনার
দু’টি বারসহ দুই প্রতারক
র‌্যাবের হাতে আটক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে দু’টি সোনার নকল বার এবং প্রতারণা করে নেয়া এক মহিলার দু’টি কানের দুলসহ দুই প্রতারক আটক হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, আজ ৩ মে সোমবার সকাল ১০টার দিকে র‌্যাবের কাছে দু’টি সোনার নকল বার দিয়ে এক ভিকটিম অভিযোগ করেন, প্রতারকরা তার কাছ থেকে এ দু’টি বারের বিনিময়ে দু’টি কানের সোনার দুল নিয়ে গেছে। এর পর র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে আজ দুপুর ২টার দিকে র‌্যাব কর্মকর্তা লে. কমান্ডার এম শোভন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকা থেকে ভিকটিমের কানের দু’টি দুলসহ যশোদল মধ্যপাড়া এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মজিবুর মিয়া (৩৫) ও মোহাম্মদ আলী আকবরের ছেলে হারুন মিয়াকে (২৮) আটক করা হয়। এরপর তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগেও র‌্যাব এ ধরনের নকল সোনার বারসহ একাধিক প্রতারককে আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *