• শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে সরকারি নির্দেশনা অমান্য করে চলাফেরা ও গণ পরিবহনে যাত্রী বহনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভৈরবে সরকারি নির্দেশনা অমান্য
করে চলাফেরা ও গণ পরিবহনে যাত্রী
বহনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক বিহীন চলাফেরা করায় ও সরকার ঘোষিত লকডাউন নির্দেশনা অমান্য করে গণপরিবহনে যাত্রী বহন ও যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ২৮ এপ্রিল বুধবার ভৈরব পৌর বাসস্ট্যান্ড এলাকায় এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা। সহযোগীতায় ছিলেন ভৈরব থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা বলেন, কিশোরগঞ্জ প্রশাসক মহোদয় ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দুর্জয় মোড় এলাকায় সরকার ঘোষিত লকডাউন অমান্য করে গণপরিবহনে যাত্রী বহন ও যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করায় এবং মাস্ক পরিধান না করায় ৭ জনকে মোট ২৪ শ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *