• শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২০ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে রোজার মধ্যে তরমুজের দাম দ্বিগুণে

কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকার একটি তরমুজের দোকান। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে রোজার মধ্যে
তরমুজের দাম দ্বিগুণে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে এখন গ্রীষ্মকালীন রসালো ফল তরমুজে সয়লাব। বরিশাল অঞ্চল থেকে আসা তরমুজ খুচরা বিক্রেতারা আড়ত থেকে কিনে এনে জেলার সর্বত্র বিক্রি করছেন। জেলা শহরের বিওসি এলাকায় রয়েছে রয়েছে বেশ কয়েকটি ফলের আড়ত। এরা দেশের নানা অঞ্চল থেকে সারা বছরই বিভিন্ন মৌসুমি ফল এনে স্থানীয়দের চাহিদা মিটিয়ে থাকেন। তাদের কাছ থেকেই জেলা শহরসহ বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা ফল নিয়ে যান। রোজার আগে যেই আকারের তরমুজটি একশ’ টাকায় বিক্রি হয়েছে, সেটির দাম রোজার মধ্যে দ্বিগুণে উঠেছে।
এখন প্রচণ্ড গরম পড়ার কারণে রসালো ফল তরমুজের বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে সারাদিন রোজা রেখে ইফতারের সময় রাসালো এ ঠাণ্ডা ফলের প্রতি বিশেষ আকর্ষণ থাকে। যে কারণে রোজার মধ্যে তরমুজের চাহিদাও বেড়েছে। শহরের পুরানথানা এলাকা, জাহাঙ্গীরের মোড় এবং কাচারিবাজার এলাকাতেই প্রধানত ফলের বেশি সংখ্যক দোকান রয়েছে। পুরানথানা এলাকায় শহরতলির চংশোলাকিয়ার বাসিন্দা সাইফুলের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, রোজার আগে যেই তরমুজটি একশ’ টাকায় বিক্রি হয়েছে, রোজার মধ্যে সেটি বিক্রি হচ্ছে দু’শ টাকায়। এক সময় তরমুজ বেশ পনসে মনে হলেও এখন বেশ মিষ্টি এবং টকটকে লাল উন্নত মানের তরমুজ বাজারে আসছে। যে কারণে শিশুদেরও তরমুজের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *