• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

আধুনিতার ছোয়ায় হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরী সামগ্রী, কারিগর জীবন কাটছে দুর্বিসহ

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাঁশের তৈরী সামগ্রীর চাহিদা কমে যাওয়ায় কারিগরদের সংসারে দূর্দিন দেখা দিয়েছে। কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রাম ও বনগ্রাম ইউনিয়নের ফকিরের হাট এলাকায় যুগ যুগ ধরে বাঁশ শিল্পের কাজ করে আসছে। আগে একসময় বাঁশ শিল্পের ব্যাপক চাহিদা ছিল এবং তাদের ব্যবসা ছিল রমরমা। কালের বিবর্তনে বাঁশ শিল্পের চাহিদা কমে যাওয়ায় এই শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। এক সময় পরিবারের নানা কাজের পাশাপাশি গৃহস্থলির কাজেও বাঁশের তৈরী জিনিসপত্রের ব্যবহার ছিলো প্রতিটি ঘরে ঘরে। বিশেষ করে ফসল মাড়াইয়ে বাঁশের তৈরী কুলা, ডালি, ঝাটা, চাঙ্গারি, খাঁচা, ধান রাখার জাবার ব্যবহার ছিল অনেক বেশী।
এছাড়া গরুর মুখোশ হাঁস-মরুগির খাঁচা, ঝুড়ি, মাছ রাখার খলাইসহ সাংসারিক নানা কাজে বাঁশের তৈরী সামগ্রীর কদরও ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জালালপুরের ফেকামারা ডুলিকান্দা ও ঝাকালিয়া এলাকার পল্লীতে বাঁশের তৈরী এসব সামগ্রী। পুরুষের পাশাপাশি নারীরাও এ কাজ করতেন। স্থানীয় হাটে বাজার ছাড়াও ফেরি করে বাড়ি বাড়ি বিক্রি করা হতো এসব সামগ্রী। কিন্তু সময়ের ব্যবধানে প্লাস্টিকের তৈরী সহজলভ্য রকমারি সামগ্রী সেই স্থান দখলে নেওয়ায় ব্যবহার কমছে বাঁশের তৈরী সামগ্রীর। পুর্ব পরুষদের এ পেশা ছাড়তে পারছেন না অনেকেই। প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০টি পরিবারের পুরুষ ও নারী সদস্যরা সকাল বিকেল বাঁশ থেকে তৈরি করছেন বিভিন্ন সামগ্রী। বাঁশের তৈরী সামগ্রীর দাম না বাড়লেও বাঁশের দাম ঠিকই বেড়েছে। আগে প্রতিটি বাঁশের দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা বর্তমানে তা বেড়ে হয়েছে ২৩০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। ফলে এ কাজ করে এখন তাদের পারিশ্রমিক ওঠে না। এতে দিনে ৩০০ টাকা থেকে ৪০০ টাকার বেশি আয় হয় না। লাভ বেশী না হওয়ায় এ ব্যবসায় অনেকেই আগ্রহ হারাচ্ছেন। লাভের আশায় অনেকেই অন্য পেশায় ঝুঁকছেন। তবে সরকারি পৃষ্টপোষকতা পেলে এ পেশা থেকেও লাভ করা সম্ভব এমন দাবী কারিগরদের।
জালালপুরের ফেকামারা এলাকার মো. জামাল মিয়া ও হারিছ মিয়া জানান, একটা বাঁশ গ্রাম থেকে সংগ্রহ করতে তাদের একবেলা চলে যায়, বাঁশের দামও বেশি। আগে একটা বাঁশ ১০০ টাকায় পাওয়া যেত এখন সেই বাঁশ ৩০০ থেকে ৪০০ টাকায় কিনতে হয়। একটা বাঁশ থেকে ২-৩ টা বাঁশের চাটাই ডালা, চাঙ্গারি তৈরী করতে নারী-পুরুষ উভয়কে পরিশ্রম করতে হয়। যা বিক্রি করা হয় সর্বোচ্চ ৪০০ টাকা থেকে ৫৫০ টাকায় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তারপরেও বাপ দাদাদের পেশা ধরে আছি।
এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার মাইদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, কুটির শিল্প প্রসারের কেউ ঋণের আবেদন করলে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে এবং সরকার গৃহীত সকল সুবিধা তাদের দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *