• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

ঘিঞ্জি মার্কেটে রঙের দোকান ঝুঁকিতে পাঁচটি ব্যাংকসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান

কাছাকাছি জায়গায় নীচে রঙের দোকান, ওপরে ব্যাংক -পূর্বকণ্ঠ

ঘিঞ্জি মার্কেটে রঙের দোকান
ঝুঁকিতে পাঁচটি ব্যাংকসহ
অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের ব্যস্ততম তেরিপট্টি এলাকার ঘিঞ্জি মার্কেটে রয়েছে অন্তত ১০টি রঙের দোকান। এছাড়া শহরের পুরানথানা এলাকায়ও কয়েকটি রঙের দোকান রয়েছে। রং নিজেই দাহ্য পদার্থ। এর সাথে আবার মজুদ আছে উচ্চ মাত্রার দাহ্য পদার্থ স্পিরিট ও তারপিন তেল। স্পিরিট ব্যবহৃত হয় বার্নিশে। আর তারপিন তেল মেশানো হয় রঙের সাথে। তেরিপট্টি মার্কেটে রয়েছে পাঁচটি ব্যাংক, কাপড়ের দোকানসহ অন্যান্য মূল্যবান সামগ্রির ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে কখনও অগ্নিকাণ্ড ঘটলে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা রয়েছে বলে আশপাশের ব্যবসায়ীরা মনে করছেন। তেরিপট্টি এলাকাটি শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র বড়বাজারের লাগোয়া অংশ।
এই তেরিপট্টি এলাকায় ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও যমুনা ব্যাংকের জেলা কার্যালয় রয়েছে। এই এলাকায় রয়েছে কয়েকটি বহুতল ভবন। ফলে পুরো এলাকায় ঘিঞ্জি অবস্থায় রয়েছে পাঁচটি ব্যাংকসহ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। পাশেই রয়েছে গাজী মার্কেটসহ কাপড় পট্টি। রঙের দোকান থেকে এর আগেও একাধিকবার বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দোকানের সামনের অংশে যেমন প্রচুর পরিমাণে রং, স্পিরিট ও তারপিন তেলসহ দাহ্য পদার্থ রয়েছে, এসব দোকানের পেছনেও প্রচুর মালামাল মজুদ রয়েছে। ফলে কখনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কেবল এসব রঙের দোকানই নয়, আশপাশের প্রতিষ্ঠানগুলোও বড় রকমের ক্ষতির মুখে পড়ে। অথচ এসব দোকানে অগ্নি নির্বাপনের কোন প্রস্তুতি নেই। প্রায় দুই বছর আগে একটি ব্যাংকেও অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
আশপাশের কয়েকজন ব্যবসায়ী জানালেন, গত ১৪ অক্টোবর ঢাকার মীরপুরে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাতি ১৬জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১০ সালের ৩২ জুন পুরান ঢাকার নিমতলীতেও রাসায়নিকের অনেকগুলো গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২৪ জনের প্রাণহানিসহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল। ফলে এসব দাহ্য পদার্থের ব্যবসার ক্ষেত্রে কর্তৃপক্ষের কঠোর দিকনির্দেশনা ও বিধিনিষেধ থাকা উচিত। এসব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পৃথক একটি জায়গা ঠিক করে দিলে অন্য প্রতিষ্ঠানগুলো অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে অনেকটা মুক্ত থাকতে পারতো।
বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গণিও বলেছেন, রঙের দোকানসহ বড় বাজারে প্রায় ১০০ দোকান রয়েছে। কিন্তু অগ্নি নির্বাপনের প্রস্তুতি নেই। তিনি বলেন, সবগুলো রঙের দোকানকে একটি নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিতে পারলে ভাল হতো। সেখানে কেবল রঙের দোকানই থাকবে। সেটা সম্ভব না হলে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা বাধ্যতামূলক করা উচিত। অর্থাৎ, ছোট্ট একটা আগুন বা ধোঁয়া উৎপত্তির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে তা নিভিয়ে ফেলবে। এছাড়া ফায়ার সার্ভিসের জন্য পানির পর্যাপ্ত উৎসেরও সঙ্কট রয়েছে। উন্নত দেশগুলোতে যেখানে পানির উৎস অনেক দূরে, সেসব দেশে একাধিক গভীর নলকূপ বসিয়ে নেয়। সেগুলো কেবল ফায়ার সার্ভিসের লোকেরা ব্যবহার করেন। আগুন নেভাতে গিয়ে গভীর নলকূপের পাইপের মাথায় ফায়ার সার্ভিসের পাইপ লাগিয়ে মটর চালু করলেই পানি আসতে থাকে। কোটি কোটি টাকার সম্পদ ও জীবন রক্ষার তাগিদে এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন। বড় বাজার এলাকায় ১১শ’ দোকান। অথচ সবসময় ঝুঁকির মধ্যে থাকতে হয়। তিনি আরও বলেন, এখন অধিকাংশ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওসমান গণির পরামর্শ হলো, সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান দিয়ে উন্নত মানের তার ও সরঞ্জাম দিয়ে বিদ্যুতের ওয়্যারিং করার বিধান চালু করা উচিত। বিদ্যুতের লোড অনুযায়ী সার্কিট ব্রেকার ব্যবহারেরও বিধান থাকা উচিত, যেন শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাসখানেক আগেও বড় বাজারের একটি নতুন কাপড়ের দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে সর্বস্ব পুড়ে গেছে। একটি নতুন দোকানে শর্ট সার্কিট হয়েছে মানে নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ছিল। ফলে নিম্নমানের তারসহ বৈদ্যুতিক সরঞ্জাম যেসব কারখানা উৎপাদন করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মুজিবুর রহমান বেলাল জানান, এর আগেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার বিভিন্ন ব্যবসাকেন্দ্র পরিদর্শন করে নির্দেশনা দিয়েছে। কিন্তু ব্যবসায়ীরা এসব নির্দেশনা ঠিকমত প্রতিপালন করেন না। তিনি আবারও ফায়ার সার্ভিসের সাথে কথা বলবেন, যেন তারা বাজারগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন জানান, তিনি শনিবারই তেরিপট্টি এলাকায় টিম পাঠাবেন। তারা সরেজমিনে গিয়ে প্রতিটি দোকানে পরীক্ষা করে দেখবে। কোথাও অগ্নি নির্বাপনের প্রস্তুতির কোন ঘাটতি বা অব্যবস্থাপনা থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *