# উজ্জ্বল কুমার সরকার :-
২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত লগী-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মঙ্গলবার বিকালে উপজেলা জামায়াতে ইসলামী এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আমিনুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও হোসেনপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. নুরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এবিএম মহিবুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মো. আজহারুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি আশিকুর রহমান এবং সেক্রেটারি রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।