# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. এহছানুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবার উপ-পরিচালক কামরুজ্জামান খান। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শহীদুল্লাহ, জেলা সমাজ সেবার প্রবেশন অফিসার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা সদর দাখিল মাদ্রাসার সুপার আহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক মিছবাহ উদ্দিন মানিক, উপজেলা কাচারী মসজিদের ইমাম শরীফুল ইসলাম প্রমুখ।