# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর বাল্কহেড নৌযান মালিক সমিতির অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। আজ ১১ জানুয়ারি উপজেলার দিঘীরপাড় বালুর মাঠ সংলগ্ন এলাকায় এ অফিস উদ্বোধন করেন উত্তর পূর্বাঞ্চলীয় বাল্কহেড সমিতির সভাপতি বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল।
বাজিতপুর বাল্কহেড নৌযান মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মো. জামান মিয়া, সমন্বয়ক মো. মাসুম মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, দপ্তর সম্পাদক শাহিন আলম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাল্কহেড নৌযান মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বাচ্চু।