# জয়নাল আবেদীন রিটন :-
বিদ্যুতের প্রি-পেইড মিটার এখন ভৈরববাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই মিটার ব্যবহার করতে গিয়ে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন বিদ্যুৎ গ্রাহকদের। প্রয়োজনে করা যাচ্ছেনা মিটারে রিচার্জ। অপরদিকে রিচার্জ করতেই কেটে নেয়া হচ্ছে অতিরিক্ত টাকা। বহু ডিজিট চেপে রিচার্জে ভুল করা। রিচার্জ করার নিয়ম না জানা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে চরম দুর্ভোগে পড়েন বাড়ি ঘরের সন্ধ্যাকালীন রান্নাবান্নায়, বিঘ্ন ঘটে ছেলে মেয়েদের লেখাপড়া, নেয়া যায়না অসুস্থদের সেবাযত্ন। বিদ্যুৎ অফিস বলছেন প্রি-পেইড মিটার ব্যবহারে ঝামেলা নেই অতিরিক্ত ভুতুড়ে বিলের, সময়মত বিলের কাগজ না পাওয়া, মাস শেষে সুদসহ মোটা অংকের বিল পরিশোধ করা।
সরেজমিনে জানা যায়, ভৈরব-কুলিয়ারচরে মোট বিদ্যুৎ গ্রাহক রয়েছে ৪৮ হাজার, উপজেলার শিমুলকান্দিতে বিদ্যুৎ অফিসের আওতাধীন আছে ১৬ হাজার এবং ভৈরব বিদ্যুৎ অফিসের আওতাধীন কুলিয়ারচর উপজেলায় আছে ১৫ হাজার। তার মধ্যে ভৈরব-কুলিয়ারচর মিলিয়ে প্রি- পেইড মিটার গ্রাহক হয়েছেন মাত্র ২৭ শত। বছর খানেক আগে থেকেই ধীরগতিতে ভৈরব বিদ্যুৎ অফিস কর্তৃক কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সর্বত্রই বিদ্যুৎ গ্রাহকদেরকে চাপ সৃষ্টি করছিল প্রি-পেইড মিটার ব্যবহার করতে। এমন অভিযোগও রয়েছে প্রি-পেইড মিটার সংযোগ না নিলে পূর্বের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এরই মধ্যে ২৭শত মিটার স্থাপন করে ফেলেছে বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ অফিসের চাপে ধীরে ধীরে কিছু লোক তাদের বাসা বাড়িতে নতুন সংযোগ কিংবা মিটারের কোন সমস্যায় বাধ্য হচ্ছে এই মিটার লাগাতে। পরবর্তীতে নানান অজুহাতে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানেও স্থাপন করে দেয় এই মিটার। এতে করে চরম ভোগন্তিতে পড়েন ব্যবসায়ীরা। রিচার্জে অতিরিক্ত টাকা কেটে নেয়া। রিচার্জে ভুল করা। অতিরিক্ত বিদ্যুৎ বিল নেয়া। এছাড়াও যখন তখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় লোকশান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এসব কারণে দিনে দিনে ক্ষুব্ধ হয়ে উঠছে স্থানীয় বিদুৎ গ্রাহকরা। প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করতে প্রতিবাদ জানাচ্ছেন সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, সভা ও সমাবেশের মাধ্যমে। প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষনাও দেন স্থানীয়রা। মিটার স্থাপন করা থেকে বিরত থাকার জন্য স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসী স্মারকলিপি প্রদান করেন বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর।
রাইছ মিল মালিক ইছহাক মিয়া বলেন, আগে অমাদের বিল আসতো মাসে ২৭ শত থেকে ২৮ শত টাকা। কার্ড মিটার লাগানোর পর মাসে ৬ থেকে ৭ হাজার টাকা বিল দিতে হচ্ছে। ৫ হাজার টাকা রিচার্জ করলে ১৪শত টাকা কেটে নিচ্ছে। কার্ড মিটার ব্যবহারে আমাদের ব্যবসায় লোকশান হচ্ছে।
স’মিলের মালিক হারুন মিয়া বলেন, ৫ হাজার টাকা রিচার্জ করলে ১২শত থেকে ১৪শত টাকা কেটে নেয়। বিদ্যুতের ব্যবহার একই রকম হলেও বিল হচ্ছে দু’রকম। এতে করে লোকশান দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে।
ব্যবসায়ী মুছা মিয়া বলেন, আমার রাইছ মিলের ব্যবসা আছে। আমার ২টা মিটারে ৬টা মটর চলে। প্রথম যখন কার্ড মিটারে ৩ হাজার টাকা করে রিচার্জ করলে ১৩শত টাকা করে কেটে নিয়ে গেছে।
জনৈক নারী গ্রাহক বলেন, মিটার স্থাপনের পর প্রথম ৫শত টাকা রিচার্জ করার পর ১৪৫ টাকা কেটে নিয়েছে। ব্যালেন্স শেষ হয়ে গেলে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এটা একটা বড় সমস্যা। পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে তখন রিচার্জ করা সম্ভব হয়না। তখন অন্ধকারেই থাকতে হয়। ওই সময়ের রান্নাবান্না ছেলে মেয়েদের লেখা পড়ায় বিঘ্ন ঘটে।
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডিাষ্ট্রির সহ-সভাপতি জাহেদুল ইসলাম জাভেদ বলেন, প্রি-পেইড মিটার গ্রাহকদের জন্য একটা চরম দুর্ভোগ। ভৈরবে প্রি-পেইড মিটার বন্ধে বিভিন্ন সংগঠনের লোকজনসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীরা মিলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছি। প্রি-পেইড মিটার স্থাপন করা হলে ভৈরবে ব্যবসা বাণিজ্যে ধ্বস নামবে। অনেকেই এর সঠিক ব্যবহার জানেনা। ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র বন্দর নগরী ভৈরবে প্রি-পেইড মিটার স্থাপনে বিরত থেকে ব্যবসা বাণিজ্যের অগ্রগতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বিদ্যুৎ বিভাগ এমনটাই প্রত্যাশা ভৈরববাসীর।
ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদের সদস্য সচিব সোহেলুর রহমান বলেন, ভৈরব বিদ্যুৎ অফিস প্রি-পেইড মিটার স্থাপনের পায়তারা করছে। এ মিটার স্থাপন করলে ভৈরবের ব্যবসা বাণিজ্যে ধ্বস নামবে। প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করতে ভৈরবের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে মানববন্ধন, মিছিল মিটিংসহ সভা সমাবেশ করেছি। বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারক লিপি দিয়েছি। এতেও যদি কাজ না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে নামব।
এ বিষয়ে কথা হলে সহকারী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ কেন্দ্র ভৈরব বিদ্যুৎ অফিসের ইমরান নাহিদ তালুকদার জানান, বর্তমানে প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম চলমান আছে। ডিজিটাল মিটারে দেখা গেছে সময় মত অনেকেই বিল পাচ্ছেননা। অতিরিক্ত বিল আসছে। মিটার পুড়ে যাচ্ছে। প্রি-পেইড মিটারে গ্রাহকদের ভোগান্তী নেই। প্রি-পেইড মিটারে ভোল্টেজের কোন সমস্যা নেই। ডিজিটাল অথবা প্রি-পেইড মিটারে বিলের ক্ষেত্রে একই রেট। ব্যালেন্স কমে আসলে পূর্ব থেকেই রিচার্জের জন্য সংকেত দেয়। ব্যালেন্স না থাকলে রাত ১০টা থেকে সকাল ১০টা পর্যন্ত কখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন হবেনা। প্রি-পেইড মিটারের সুফল যখন গ্রাহকরা বুঝতে পারবে তখন এ মিটারের প্রতি তাদের ভুল ধারণা আর থাকবেনা।