# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের উত্তর ও দক্ষিণ জেলা শাখা বিলুপ্ত করা হয়েছে। ১৩ উপজেলা নিয়ে গঠিত জেলা শাখার ২০২৫ সালের জন্য নতুন কমিটি হয়েছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নগুয়া এলাকার আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছেন হাসান আল মামুন, আর সেক্রেটারি হয়েছেন ফকির মাহবুবুল আলম। মামুন বিলুপ্ত দক্ষিণ জেলা শাখার সভাপতি, আর মাহবুব সেক্রেটারি ছিলেন। মামুন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন। আর মাহবুব পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রসায় কামিল শ্রেণিতে পড়ছেন।
ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারের মাওলানা নাজমুল ইসলাম, ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান, জামায়াত কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি মাওলানা আ.ম.ম আব্দুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা একেএম আবু ইউসুফ, অধ্যাপক আজিজুল হক কাজল প্রমুখ।
নতুন সভাপতি হাসান আল মামুন জানান, গঠণতন্ত্রের ২৯ ধারা অনুসারে উত্তর ও দক্ষিণ জেলা শাখা বিলুপ্ত করে একটি জেলা শাখা করা হয়েছে। জেলার অধঃস্তন সকল শাখার কমিটি গঠনের পর ১৫ জানুয়ারির মধ্যে ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করার সময়সীমা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সভাপতির বাড়ি কটিয়াদী উপজেলার মসূয়া এলাকায়, আর সেক্রেটারির বাড়ি পাকুন্দিয়ার মঠখোলা এলাকায়।