# মিলাদ হোসেন অপু :-
বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কিশোরগঞ্জ জেলা শাখা৷ আজ ২৯ ডিসেম্বর রোববার রাতে ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম।
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক ও কয়েল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. তানভির আহমেদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র নেতা জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন এর উপদেষ্ঠা হাজী মাক্কুল মোল্লা ও সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আরিফুল মাহমুদ ফরহাদ, অ্যাসোসিয়েশন সভাপতি বাক্কী মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রুবেল হোসেনসহ বিভিন্ন শিল্প উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, একটি দেশ উন্নয়ন করতে শিল্প উদ্যোক্তা প্রয়োজন। পণ্যের মান ভাল হলে সারা পৃথিবীতে পণ্য রপ্তানি করা যাবে। পণ্যের মান উন্নয়ন হলে কেউ সমস্যা সৃষ্টি করতে পারবে না। ভৈরবের যারা শিল্প উদ্যোক্তা রয়েছে তাদের কাছে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। ভৈরবে দুইটি শিল্প ভৈরব সুনাম সারা দেশে ছড়িয়ে দিয়েছে একটি হলো কয়েল ও আরেকটি পাদুকা সেক্টর। শিল্প উদ্যোক্তারা একে অপরের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করলে আর্থিক সফলতা আসবেই। ভৈরবের ব্যবসায়ীদের কোন রকম হয়রানি করা যাবে না। কোন উদ্যোক্তা বা ব্যবসায়ী যদি কোন কুচক্রী মহলের দ্বারা হয়রানির স্বীকার হয় কাউকে ছাড় দেয়া হবে না৷
আলোচনা সভায় প্রধান অতিথি হাজী মো. শাহীন বলেন, ভৈরবে একজন রাষ্ট্রপতি ছিলেন। তিনি নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভৈরবকে জেলা করবেন বলে বলেছিলেন। কিন্তু ভৈরববাসীর দুর্ভাগ্যবশত জেলাটি হয়নি। তবে আগামী দিন যদি বিএনপি ক্ষমতায় যায়। ভৈরব-কুলিয়ারচর আসনে মো. শরীফুল আলম যদি এমপি নির্বাচিত হয় তবে ভৈরবকে জেলায় রূপান্তর করতে আমরা রাজপথে আন্দোলন করবো।
ভৈরব জেলা হলে ভৈরবে আরো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। ভৈরবের বিএনপি ভৈরবের শিল্প উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা করে যাবে।