• সোমবার, ২০ মে ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

কিশোরগঞ্জে কাঁচা বাজারের বিকল্প ভ্রাম্যমান বিক্রেতা

কিশোরগঞ্জে কাঁচা বাজারের বিকল্প ভ্রাম্যমান বিক্রেতা

 # মোস্তফা কামাল #

করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনায় কিশোরগঞ্জে এখন বলতে গেলে সাবারই ‘সেলফ কোয়ারেন্টিন’ চলছে। কিছু শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে বাইরে গেলেও অন্যেরা খুব জরুরি প্রয়োজন ছাড়া বেরুচ্ছেন না। কিছু ওষুধ, মুদি আর মিষ্টির দোকান ছাড়া হোটেলসহ অন্যান্য দোকানপাটও বন্ধ। কিন্তু দৈনন্দিন রান্নাবান্নার জন্য কিছু মানুষ কাঁচা বাজারে যাওয়ায় সেখানে অবশ্য সামাজিক দূরত্ব বজায় রাখা বেশ কঠিন হয়ে যাচ্ছে।
তবে যাদের ফ্রিজে মাছ-মাংস মজুদ আছে, তারা প্রধানত বাসায় বসেই শাকসবজি কিনে নিচ্ছেন। কারণ এই সময়ে কাঁচা বাজারের বিকল্প হয়ে উঠেছে কিছু ভ্রাম্যমান সবজি বিক্রেতা। এরা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বাইসাইকেলে করে শাকসবজি নিয়ে ফেরি করে বিক্রি করছে। আর শহরবাসীর জন্য এরা এক ধরনের ভরসা হয়ে উঠেছে। এসব ভ্রাম্যমান দোকান আগেও ছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে এরা জনজীবনে বেশ স্বস্তির উপলক্ষ হয়ে উঠেছে। অবশ্য, বাজারে গেলে যেমন নানা পদের শাকসবজি পছন্দ করে কেনা যায়, ভ্রাম্যমান দোকানে তো আর এত পদের শাকসবজি রাখা যায় না। তারপরও এটাকেই এখন মন্দের ভাল বলতে হবে। আপাতত প্রয়োজন তো মিটছে। শহরতলির কাতিয়ারচর এলাকার জুয়েল এরকমই একজন ভ্রাম্যমান সবজি বিক্রেতা। জুয়েল জানায়, তাদের কম পুঁজির ব্যবসা। এছাড়া বাইসাইকেলে কত আর মালামাল রাখা যায়। এরপরও তার দোকান থেকে এখন কেনাকাটা আগের তুলনায় বেড়েছে। দৈনিক হাজার তিনেক টাকার মালামাল বিক্রি করতে পারে। তার মত বাবুল, সুমন, আঞ্জুসহ আরো বেশ ক’জন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করে মানুষের সঙ্কটকালে উপকারে আসছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *