• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলায় চেয়ারম্যানসহ আসামি ২৩, গ্রেপ্তার ৪ হোসেনপুরে রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাজারও গ্রামবাসী ভৈরবে শতাধিক বয়স্ক রিকশা ও ভ্যান চালকের মাঝে ওসি সফিকুল ইসলামের খাদ্য সহায়তা প্রদান ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫ গরমে গরিবের এসি যেন মাটির ঘর ভৈরবের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও শিশু সংগঠক শরীফ উদ্দিন আহমেদ জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী পেনশন স্কিমে ধীর গতি হেল্প ডেস্ক উদ্বোধন বাজিতপুরে কৃষিবিদ ইসরাফিল জাহান এর বিদায় সংবর্ধনা যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (৪র্থ পর্ব) ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক

কুলিয়ারচরে রমিজ উদ্দিন ভূইয়া’র স্মরণে আলোচনা সভা

কুলিয়ারচরে রমিজ উদ্দিন
ভূইয়া’র স্মরণে আলোচনা সভা

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মো. রমিজ উদ্দিন ভূইয়া’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ শনিবার বিকালে লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মরহুম রমিজ উদ্দিন ভূইয়া’র স্মৃতিচারণ ও তাঁর কর্মজীবনের উপর বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান।
এ সময় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক আবু বক্করের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আলাল উদ্দিন, কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আজিজুল হক, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. গিয়াস উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহাব মাস্টার, বীরমুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল, বীরমুক্তিযোদ্ধা মো. সোহরাব উদ্দিন আঙ্গুর, বীরমুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল নিজাম, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, ঠিকাদার মো. আনিসুজ্জামান সোহেল, সৈয়দ রুমানুল হক সোহাগ, আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ, মো. কালাচাঁন মেম্বার, সামসুদ্দোহা শাফি, মো. গোলাম হোসেন, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন খোকন, মো. সাইদুজ্জামান জামান (মেম্বার), আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, মো. খালেকুজ্জামান খোকন, মো. মোছলেহ উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. এমরান মিয়া, যুবলীগ নেতা মো. মোবারক হোসেন, মো. জিল্লুর রহমান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. কামাল হোসেন, ছাত্রলীগ নেতা মো. সেলিম হায়দার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এ সময় বক্তারা আওয়ামী লীগের ত্যাগী নেতা মরহুম রমিজ উদ্দিন ভূইয়ার সম্মানার্থে তাঁর সুযোগ্য বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. সেলিম হায়দারকে দলের স্বার্থে উপজেলা আওয়ামী লীগের কমিটির একটি স্থানে রাখার আহবান জানান এবং স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী মরহুম রমিজ উদ্দিন ভূইয়া ও লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. সালাহ উদ্দিনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। পরে মরহুম রমিজ উদ্দিন ভূইয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *