• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
দুদিন ধরে বিদ্যুৎ নেই ভৈরবের তিন ইউনিয়নে, ভোগান্তিতে জনজীবন স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় জালিয়াতি, এলাকায় উত্তেজনা, তদন্ত কমিটি গঠন হোসেনপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন কাজী আছমা কুলিয়ারচর স্টেশন থেকে ১৯টি ট্রেনের টিকেটসহ রেলওয়ে খালাসী কর্মী আটক কিশোরগঞ্জে শিলাবৃষ্টি সন্তানদের সংবাদ সম্মেলন মুক্তিযুদ্ধের এক শহীদের বাড়ি দখলের অভিযোগ গাছ চাপায় শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা কিষাণী নিহত কিশোরগঞ্জে ৫০ মিনিটের স্বস্তির বৃষ্টি বিএনপি বহিষ্কার করলেও জনগণ গন্তব্য ঠিক করবেন ………. বহিষ্কৃত প্রার্থী নাজমুল টিকেট কালোবাজারি থামছেই না বুকিং ক্লার্কের সহযোগী ফের ধরা

ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন

ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি
আলহাজ্ব জিল্লুর রহমানের
৯২তম জন্মবার্ষিকী উদযাপন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ৯ মার্চ মঙ্গলবার রাত ৯টায় ভৈরব পৌর শহরের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের স্মৃতি বিজড়িত আত্মজীবনীর উপর আলোকপাত করে অতিথিবৃন্দ আলোচনা শেষে কেক কেটে দোয়া মাহফিলের মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতির জন্মবার্ষিকী উদযাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর।
ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, আবু বকর সিদ্দিক। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের মৃত্যুর আগ মুহুর্তে শেষ প্রতিশ্রুতি ভৈরব জেলা বাস্তবায়নের পক্ষে মতব্যক্ত করে বলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার নেতৃত্বে জেলা বাস্তবায়ন কমিটি পুনগঠন করে পুনরায় আন্দোলনে নামতে হবে। তাহলে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের শেষ ইচ্ছা পূরণ হবে। এ সময় বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *