• সোমবার, ১৩ মে ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে করোনামুক্ত আরো একটি উপজেলা, ১৪২ নমুনায় শনাক্ত ১

কিশোরগঞ্জে করোনামুক্ত
আরো একটি উপজেলা
১৪২ নমুনায় শনাক্ত ১

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনামুক্ত উপজেলার সংখ্যা আরো একটি বাড়লো। আজ ৭ ফেব্রুয়ারি রোববার কটিয়াদী উপজেলার একমাত্র রোগি সুস্থ হওয়ার মধ্যে দিয়ে করোনামুক্ত উপজেলার সংখ্যা দাঁড়ালো ৯টি। আর বাকি ৪ উপজেলায় আজ রোগি আছেন মাত্র ১৫ জন। আজ জেলার দু’টি ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষায় কেবল সদরে একজনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন সদর ও কটিয়াদীতে একজন করে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ আর বাকি ৮৩টি নেগেটিভ হয়েছে। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৫৮টি নমুনাই নেগেটিভ হয়েছে। এখন জেলার ১৩ উপজেলার মধ্যে করোনামুক্ত ৯টি উপজেলা হলো হোসেনপুর, করিমগঞ্জ, পাকুন্দিয়া, কটিয়াদী, কুলিয়ারচর, নিকলী, ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম। বাকি ৪ উপজেলার মধ্যে রোগি আছেন সদরে ৯ জন, ভৈরবে ৩ জন, বাজিতপুরে ২ জন আর তাড়াইলে একজন। অথচ এক সময় একদিনে জেলায় চিকিৎসাধীন করোনা রোগি থাকতো ৫ শতাধিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *