আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ। সবগুলোতেই ভোট নেয়া হবে ইভিএম দিয়ে। এদিন কিশোরগঞ্জে নির্বাচন হবে কেবল ভৈরব পৌসভায়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর আজ ১৯ জানুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করতে গিয়ে বলেন, ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি। আর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম দিয়ে ভোটগ্রহণ করা হবে ২৮ ফেব্রুয়ারি।