• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ছাত্রলীগ নেতা অপহরণ ও খুন খুনির দেখানো স্থানে লাশ নেই ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে নারী মেম্বারের মামলা ভৈরবে নদী থেকে বালু উত্তোলনের সময় ৩ জন আটক, ড্রেজার জব্দ ভৈরবে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত বাজিতপুরে সেইফ হেলথ প্রকল্পের নামে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, মহা-পরিচালকের ৩ মাসের কারাদণ্ড পাকুন্দিয়ায় ৩ চেয়ারম্যান ও ১ ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার মৃত্যু দিয়ে পরিবারকে বিদায় জানালেন সারপ্রাইজ দিয়ে দেশে আসা প্রবাসী আল ইসলাম কিশোরগঞ্জের তিন উপজেলায় ৭ জনের প্রার্থিতা প্রত্যাহার প্রযুক্তিগত উপকরণসহ সাইবার অপরাধী গ্রেপ্তার ভৈরবে নদী থেকে বালু উত্তোলনের ফলে ভাঙ্গনের আশঙ্কায় দুই গ্রাম

কুলিয়ারচরে সালুয়া ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুলিয়ারচরে সালুয়া ইউনিয়ন
প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সামাজিক সংগঠন সালুয়া ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
“মানব সেবাই হোক আমাদের মূল লক্ষ্য” এ স্লোগানকে সামনে রেখে ৯ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার ডুমরাকান্দা বাজারে সংগঠনের সভাপতি এসবিন আহামেদ জামান এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইউসুফ মিয়া, ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আলী আকবর খান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শামসু উদ্দিন ইলিয়াস মাস্টার, সালুয়া ইউপি সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ উদ্দিন খান, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আমির চান ডিলার, বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম আবিরাজ, বীরমুক্তিযোদ্ধা এএফএম আমান উল্লাহ, কুলিয়ারচর ডিগ্রী কলেজের সাবেক ভিপি মো. ইকবাল হোসেন, সালুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. সিদ্দিক মিয়া, সংগঠনের সহ যুগ্ম-সচিব মো. সোহেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন রাজ, শিল্প বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন, সালুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান সাদেক। এ সময় ২৫০ জন গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ ১০ জন এতিমদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *