• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন |
  • English Version

ইটনায় পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু, তিন মেয়ে হাসপাতালে

ইটনায় পটকা মাছ খেয়ে
স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু
তিন মেয়ে হাসপাতালে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। অসুস্থ তিন মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান জানিয়েছেন, ইটনার মৃগা ইউনিয়নের পূর্বগ্রামের মৎস্যজীবী হেমেন্দ্র মালাকার নদী থেকে পটকা মাছ ধরে আনলে মঙ্গলবার রাতে পরিবারের সবাই পটকা মাছ দিয়ে ভাত খান। রাতেই বিষক্রিয়ায় প্রচণ্ড শ্বাসকষ্টে এক পর্যায়ে হেমেন্দ্র মালাকার (৫০) বাড়িতেই মারা যান। এরপর তার স্ত্রী সঞ্চিতা মালাকার (৪০), তিন মেয়ে সীমা মালাকার (১৬), তমা মালাকার (১৩) এবং প্রিমা মালাকারের (৫) শ্বাসকষ্ট শুরু হলে তাদেরকে ইটনা উপজেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে জেলা সদরের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আজ বুধবার সন্ধ্যায় সঞ্চিতা মালাকার মারা যান। তিন মেয়ে চিকিৎসাধীন আছে।
ওসি মুর্শেদ জামান জানিয়েছেন, গত ২৮ ডিসেম্বর ইটনার লাইমপাশা এলাকার আবুল কালাম নামে এক মৎস্যজীবীও পটকা মাছ খেয়ে মারা গেছেন। ওসি জানান, অসচেতন মানুষদের মধ্যে ধারণা কাজ করে, পটকা মাছ খেলে শরীরের বিষব্যথা ভাল হয়ে যাবে। সেই কারণেই বিষাক্ত পটকা মাছ খেয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে। রাতেই হেমেন্দ্র মালাকরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে ওসি জানিয়েছেন। আর এই মৃত্যুর ব্যাপারে আইনগতভাবে যা করণীয় তাই করা হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *