• বুধবার, ২২ মে ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের ৩ উপজেলার নির্বাচনে মোতায়েন ৭ প্লাটুন বিজিবি সদস্য নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন

ভৈরবে বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভৈরবে বিপ্লব স্মৃতি ফুটবল
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’- এ শ্লোগানকে সামনে রেখে ভৈরবে বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর মঙ্গলবার আইভি রহমান পৌর স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি ২২ নভেম্বর ৮টি দল নিয়ে লীগ পর্যায়ে খেলা শুরু করে। এতে এলাহী ব্যাটারী হাউজ বনাম আল আকসা মটরস্ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। এর মধ্যে এলাহী ব্যাটারী হাউজ ৪-০ শূন্য গোলে জয়লাভ করে। ফাইনাল খেলাটি উদ্বোধন করেন ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ।
ভৈরব ফুটবল একাডেমির আয়োজনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক পৌর আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক রাফিউল আলম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
আয়োজক কমিটির সমন্বয়ক মো. মনির হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ, উপজেলা যুবলীগ আহ্বায়ক অরুণ আল আজাদ, যুগ্ম-আহ্বায়ক আরমান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম আহমেদ খোকন, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক আল আমিন সৈকতসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ক্রীড়া আয়োজন কমিটির সদস্যবৃন্দ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল আলম মঈন বলেন, আমাদের ভৈরবে খেলার উপযোগী তেমন কোন মাঠ নেই। অল্প কিছুদিন হলো ভৈরব আইভি রহমান পৌর স্টেডিয়ামটি খেলার উপযোগী করা হয়েছে। তরুণ সমাজ আজ মাদকাসক্তে আসক্ত হয়ে যাচ্ছে। তরুণরা খেলাধুলায় থাকলে নেশায় আসক্ত হবে না। চুরি, ছিনতাই, সন্ত্রাসী, হত্যাযজ্ঞে লিপ্ত হবে না। তাই ভৈরবের তরুণদেরকে খেলায় আসক্তি করতে ও ক্রীড়া প্রেমিদের মাঠে উপস্থিত করতে এ খেলার আয়োজন করা হয়েছে। নিয়মিত এ আয়োজন করবেন বলে জানান তিনি।
প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, খেলাধুলা একটি শারীরিক ব্যায়াম। লেখাপড়ার পাশাপাশি মানষিক শক্তি বিকাশেও খেলাধুলার বিকল্প নেই। আমাদের স্থানীয় মাননীয় এমপি ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর একান্ত আন্তরিকতায় ভৈরবে তরুণদের খেলায় ফিরিয়ে আনতে ভৈরবের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে। করোনা মহামারিতে যদিও তা ব্যাপকভাবে করা যাচ্ছে না। ভবিষ্যতে যেন আমাদের ভৈরব থেকে কম হলেও একটি টিম ঢাকা ডিভিশনে খেলতে পারে আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় তিনি ঘোষণা করেন পরবর্তী টুর্নামেন্ট পৌর আওয়ামী লীগের ব্যানারে খেলানো হবে। এ সময় তিনি ম্যান অব দ্যা টুর্নামেন্ট জহিরের প্রশংসা করেন এবং বলেন খেলায় মনোযোগী হলে প্রতিটি খেলোয়াড়ই ভাল খেলতে পারবে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। মাঠের চারিদিকে কানায় কানায় পরিপূর্ণ ছিল দর্শকসারি। দর্শকরা খেলা উপভোগ করেন ও খেলোয়াড়দের উৎসাহ যোগান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *