• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে সেবাইতদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হোসেনপুরে তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী জেমসের টাকা বাড়লেও স্থাবর সম্পদ কমে গেছে, অন্যজনের স্ত্রীর আয় বেশি দলীয় প্রতীকে দুই প্রার্থী দাঁড়িয়েছেন করিমগঞ্জে বিএনপি নেতাদের নির্বাচনী ভিডিও কেন্দ্রের নজরে পাকুন্দিয়ায় মিথ্যা ও সম্মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করিমগঞ্জে ৮ প্রার্থীর ৪ জনই আওয়ামী লীগের ‘আল্লাহ বাবাকে মাফ কর বাবাকে চিকিৎসা করাও’ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাপ্রশাসন ২৫২ বছরে পদার্পণ কুলিয়ারচরে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পাকুন্দিয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পাকুন্দিয়ায়
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

# রাজন সরকার :-

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নিমার্ণাধীন ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য্য নিমার্ণে বিরোধীতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ করেছে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। ১২ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় পাকুন্দিয়া উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এতে অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া, উপজেলা সাবরেজিষ্ট্রার মহসিন আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম ভূঁইয়া, জনতা ব্যাংক পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক আশরাফুল আলম মোনায়েম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম, পাকুন্দিয়া পৌর সচিব সৈয়দ শফিকুর রহমান, পাটুয়াভাঙ্গা ইউপি সচিব মোবারক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধুর নেতৃত্ব ছাড়া আমরা এই বাংলাদেশ পেতাম না। জাতির পিতার ওপর যেকোন ধরনের আঘাত আমরা মেনে নিতে পারিনা। জাতির পিতার জন্মশত বার্ষিকীর এই সময়ে কেন অপশক্তি তাঁর ভাস্কর্য্যের ওপর আঘাত করলো? তাদের এই শক্তির উৎস কোথায়, এটা আমাদের খুঁজে বের করতে হবে। যে কোন মূল্যে আমরা তা প্রতিরোধ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *