• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের লক্ষাধিক টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের
লক্ষাধিক টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ১১ ডিসেম্বর শুক্রবার বন্ধের দিন কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা এবং শিশুশ্রম ব্যবহার করায় শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী মোট এক লাখ ৩৫ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের তেরিপট্টি মোড়ে দেশি স্টাইল, প্রিয়াঙ্কা ফ্যাশন, কিশোরগঞ্জ ফ্যাশন, এমকে বিলাস ও জেন্টল পার্ককে বন্ধের দিন খোলা রাখায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছেন। এরপর ভ্রাম্যমাণ আদালত ইসলামিয়া সুপার মার্কেটে বিসমিল্লাহ টেলিকম, ঈশা টেলিকম, গেজেট এন্ড আর্মার, মানাফ টেলিকম, রাব্বি টেলিকম, মোবাইল পার্ক ও সিঙ্গার প্লাসসহ কয়েকটি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পুরানথানা বাজারের শাহজালাল রেস্টুরেন্টে একটি শিশুকে শ্রমিক হিসেবে কাজ করানোর অপরাধে শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ৩৪ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়াও হাবিব গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠানে শ্রমিকরা শুক্রবার অনুপস্থিত থাকলে বেতন কেটে নেয়ার অভিযোগের প্রমাণ পেয়ে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং সবেতনে শুক্রবার ছুটি প্রদানের নির্দেশনা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত চলমান অবস্থায় একজন ভোক্তা অভিযোগ করেন, তিনি সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোর থেকে একটি পণ্য ক্রয় না করলেও তার কাছ থেকে মূল্য আদায় করা হয়েছে। তাৎক্ষণিক প্রমাণ পেয়ে মূল্য ফেরত ও ভোক্তার আসা-যাওয়ার ভাড়া বাবদ খরচ আদায় করে দেয়া হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত দেখে ভেতরে ক্রেতা রেখে দোকানের লাইট বন্ধ করে তালা লাগিয়ে দেয়ার অপরাধে সুগন্ধা ও শাহজাদী জর্দা ঘরকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক শাহ মোফাখখারুল ইসলাম ও জেলা পুলিশের একটি চৌকস দল সহায়তা করে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *