• সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে শীতের কাপড় কেনার তোড়জোড় চলছে

কিশোরগঞ্জে শীতের কাপড়
কেনার তোড়জোড় চলছে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নিকট অতীতের অন্যান্য বছরের তুলনায় এবার একটু আগেভাগেই শীত পড়তে শুরু করেছে। দিনের বেলাতেই অনেকে এখন ফুলহাতা শার্ট পরতে শুরু করেছেন। হাফশার্ট বা গেঞ্জি পরা মানুষ দেখা যায় না বললেই চলে। আর সন্ধ্যার পর তো ফুলহাতা শার্ট ছাড়া বের হওয়াই কঠিন। শীতের মার্কেটেও এখন গরম কাপড় কেনার তোড়জোড় শুরু হয়ে গেছে।
কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার সেতু এলাকা এখন প্রধান সেকেন্ডহ্যান্ড শীত কাপড়ের মার্কেট হয়ে উঠেছে। এছাড়াও তেরিপট্টি, টিনপট্টি, পুরানথানা এলাকা, আদালত এলাকাসহ আরো কিছু এলাকায় শীত কাপড়ের মার্কেট রয়েছে। এসব মার্কেট জমে খোলা জায়গায় বা ফুটপাতে। এখানে নানা কোয়ালিটির সুয়েটার, জ্যাকেট, মোটা গেঞ্জি, মাফলারসহ নানা জাতের শীতের কাপড় বিক্রি হয়। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত থেকে শুরু করে স্বল্প আয়ের ম্নিবিত্ত মানুষেরা এসব মার্কেটে ভীড় জমান। প্রতিদিন জেলা শহর ছাড়াও জেলা সদরের আশপাশের বিভিন্ন ইউনিয়নসহ বিভিন্ন উপজেলার ক্রেতারা এখানে শীতের কাপড় কিনতে আসেন। সঙ্গে শিশুদেরও নিয়ে আসেন। মোটামুটি সাশ্রয়ী দামে কেনা যায়। গৌরাঙ্গবাজার সেতু এলাকার খোলা জায়গায় অনেকগুলো ভ্রাম্যমান ভ্যানের ওপর শীতের কাপড় সাজিয়ে দোকানিরা সারিবদ্ধভাবে বসেন। আর ক্রেতাদেরও বিভিন্ন দোকান ঘুরে পছন্দসই পোশাক কিনতে সুবিধে হয়। আবার কাছাকাছি বিভিন্ন দোকান ঘুরে সহজে দরদাম যাচাইও করতে পারেন। তবে বিভিন্ন শপিং মলেও শীতের কাপড় কেনাকাটা চলছে। এখানে কিছু বেশি দামের কাপড় সাজিয়ে রাখা হয়। আর একটু স্বচ্ছল বিত্তবান মানুষেরা যান সেসব শপিং মলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *