• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভিজিলেন্স টিমের কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন

কটিয়াদী পৌর এলাকার ভোগপাড়ার একটি মণ্ডপ পরিদর্শনের দৃশ্য। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভিজিলেন্স
টিমের কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন

# নিজস্ব প্রতিবেদক :-

এবার কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ৩৬৮টি মণ্ডপে সার্বজনীন দুর্গা পূজা উদযাপিত হচ্ছে। বর্তমান করোনা পরিস্থিতিতে এসব পূজা মণ্ডপের স্বাস্থ্যবিধি ও আইন শৃংখলা পরিস্থিতিসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ৬টি ভিজিলেন্স টিম গঠন করেছেন। একটি ভিজিলেন্স টিমের পক্ষ থেকে আজ ২৫ অক্টোবর রোববার বিকাল থেকে রাত পর্যন্ত সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা শহরের রামকৃষ্ণ মিশনের সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল কটিয়াদীতে কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় মণ্ডপ কমিটিসহ পূজারিদের স্বাস্থ্যবিধি প্রতিপালনের পরামর্শ দেয়া হয়। প্রতিটি মণ্ডপেই পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সচিত্র ব্যানার টানানো রয়েছে। প্রতিটি মণ্ডপেই সুশৃংখল পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। আর মণ্ডপগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিসহ মুসলিম কমিউনিটি লিডারদেরও সহায়তা করতে দেখা গেছে। তবে মণ্ডপগুলোতে অহেতুত ভীড় এড়ানোর জন্য আগে থেকেই প্রশাসন, আইন শৃংখলা কর্তৃপক্ষ ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রচারণা চালানোর কারণে এবার অন্যান্য বছরের তুলনায় দর্শণার্থী ও পূজারির সংখ্যা অনেক কম দেখা গেছে। তাদেরকে মণ্ডপগুলোতে বেশিক্ষণ অবস্থান করতেও দেখা যায়নি। অর্থাৎ, সামগ্রিকভাবে এবারের পূজা অত্যন্ত সুশৃংখল ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে বলে ভিজিলেন্স টিমের সদস্যগণ মন্তব্য করেছেন।মণ্ডপে সীমিত সংখ্যক পূজারি ও দর্শনার্থীর উপস্থিতি। -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *