• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তৃষ্ণার্তদের মাঝে অ্যাপেক্স ক্লাবের বোতলজাত পানি ছাত্রলীগ নেতা মুখলেছের মরদেহ লুঙ্গি-ছোরা উদ্ধার ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী ছাত্রলীগ নেতা অপহরণ ও খুন খুনির দেখানো স্থানে লাশ নেই ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে নারী মেম্বারের মামলা ভৈরবে নদী থেকে বালু উত্তোলনের সময় ৩ জন আটক, ড্রেজার জব্দ ভৈরবে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত বাজিতপুরে সেইফ হেলথ প্রকল্পের নামে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, মহা-পরিচালকের ৩ মাসের কারাদণ্ড

ভৈরবে মেঘনা নদীতে মা ইলিশ ধরা ও বালু আনলোডের দায়ে ৭ জনকে জরিমানা, ১ লক্ষ মিটার কারেন্ট জাল ধ্বংস

ভৈরবে মেঘনা নদীতে মা ইলিশ ধরা ও বালু
আনলোডের দায়ে ৭ জনকে জরিমানা
১ লক্ষ মিটার কারেন্ট জাল ধ্বংস

# মিলাদ হোসেন অপু :-

নদী বন্দর ভৈরবে ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার সকাল ৬টায় মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে ৫ জন জেলে ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু আনলোড করার দায়ে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান ও নৌ-থানা পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ।জানা যায়, সোমবার ভোর ৬টায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে কালিপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. মোতালিব, একই এলাকার মৃত রজব আলীর ছেলে ফারুক মিয়া, টুকচানপুর রমজান আলীর ছেলে মজনু মিয়া, খলাপাড়ার তাহের মিয়ার ছেলে সিজান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এলাকার মরম আলীর ছেলে আবুল কাশেমসহ ৫ জনকে মেঘনা নদী থেকে ইলিশ মাছ ধরার দায়ে ৫ হাজার টাকা করে প্রত্যেককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু আনলোড করার দায়ে ভোলা জেলার আবু তাহেরের ছেলে মিনার উদ্দিন ও নূর হাফিজ এর ছেলে ফারুক মিয়াকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, গত ৭ অক্টোবর উপজেলা পরিষদে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়াসহ উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে মা ইলিশ সংরক্ষণের বিষয়ে মতবিনিময় সভায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২২ দিন জেলেদের নদীতে মাছ না ধরার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় ভৈরবের ১ হাজার জেলেদের প্রত্যেককে ২০ কেজি করে চাল প্রণোদনা হিসেবে দেয়া হয়। তারা যেন এ ২২ দিন মা ইলিশ না ধরে এ জন্য সকলকে অবহিত করা হয়। এ সিদ্ধান্ত অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার দায়ে ৫ জন জেলেকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এ সময় ১ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ১৯ কেজি ইলিশ মাছ ভৈরবের এতিমখানায় দেয়া হয় ও জব্দকৃত ১ লক্ষ মিটার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও অবৈধভাবে বালু আনলোড করার দায়ে দুজনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *