• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তৃষ্ণার্তদের মাঝে অ্যাপেক্স ক্লাবের বোতলজাত পানি ছাত্রলীগ নেতা মুখলেছের মরদেহ লুঙ্গি-ছোরা উদ্ধার ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী ছাত্রলীগ নেতা অপহরণ ও খুন খুনির দেখানো স্থানে লাশ নেই ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে নারী মেম্বারের মামলা ভৈরবে নদী থেকে বালু উত্তোলনের সময় ৩ জন আটক, ড্রেজার জব্দ ভৈরবে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত বাজিতপুরে সেইফ হেলথ প্রকল্পের নামে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, মহা-পরিচালকের ৩ মাসের কারাদণ্ড

ভৈরবে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন বরাদ্ধে বাছাই সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ভৈরবে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের
জন্য আবাসন বরাদ্ধে বাছাই
সংক্রান্ত সভা অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন বরাদ্ধ কমিটি সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পের ২৬ জন সুবিধাভোগীকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ৫ অক্টোবর সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে এই নাম প্রকাশ করা হয়।
অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধা আবাসন বরাদ্ধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধা আবাসন বরাদ্ধ কমিটির সদস্য সচিব সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ প্রমুখ।
জানা যায়, ভৈরবে ১৫০ জন হতদরিদ্র মুক্তিযোদ্ধা অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্ধ কমিটির নিকট আবেদন জমা দিয়েছেন। তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে যাচাই-বাছাই করে ২৬ জনের তালিকা তৈরি করা হয়েছে। সূত্র আরো জানায়, প্রতি মুক্তিযোদ্ধাদের আবাসনের প্রতিটি বাড়ির জন্য ১৬ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হবে।
২৬ জনের মধ্যে রয়েছেন পৌর শহরের কমলপুর এলাকার মৃত আবদুল করিম সরকারের ছেলে বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, একই এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, মৃত সরুপ সূত্রধরের ছেলে মুক্তিযোদ্ধা বাদল সূত্রধর, জগন্নাথপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বীরমুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, লক্ষ্মীপুর এলাকার মৃত আদুল আলীর ছেলে বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী, আনজত আলীর ছেলে বীরমুক্তিযোদ্ধা সহিদ মিয়া, মৃত দুলাল মিয়ার ছেলে বীরমুক্তিযোদ্ধা মো. আতর মিয়া, রামশংকরপুর এলাকার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলীর স্ত্রী ফাতেমা বেগম, ভৈরব বাজার এলাকার মৃত মো. গোলাম হোসেন এর ছেলে বীরমুক্তিযোদ্ধা মো. জুনায়েদ মিয়া, ভৈরবপুর এলাকার মৃত আব্দুল শাহিদ সরকারের ছেলে বীরমুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মৃত নাবু মিয়ার ছেলে বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান, উপজেলার আগানগর ইউনিয়নের মৃত হাজী আ. মালেক মিয়ার ছেলে বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলী, মৃত লাল মাহমুদের ছেলে বীরমুক্তিযোদ্ধা মো. আমির আলী, বীরমুক্তিযোদ্ধা আবু ছাইদ, শিমুলকান্দি ইউনিয়নের মৃত সৈয়দ আলীর ছেলে বীরমুক্তিযোদ্ধা আলা উদ্দিন, ছোট রাজাকাটা এলাকার মৃত তাইবুদ্দিনের ছেলে বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, মোহাম্মদ আলীর ছেলে বীরমুক্তিযোদ্ধা মো. খুশিদ মিয়া, মৃত আছু মিয়ার ছেলে বীরমুক্তিযোদ্ধা মো. শাহাজ উদ্দিন, সাদেকপুর ইউনিয়নের মৃত আবদুল মোতালিব মিয়ার ছেলে বীরমুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন মহরম, শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামের ফাসান আলীর ছেলে বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিক মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়নের মো. শব্দর আলীর ছেলে বীরমুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, মো. ইব্রাহিম মিয়ার ছেলে বীরমুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, বীরমুক্তিযোদ্ধা মৃত সাদত্ত আলীর স্ত্রী আমেনা, গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী এলাকার বীরমুক্তিযোদ্ধা মৃত মো. হাসান আলীর স্ত্রী আছিয়া বেগম, কালিকাপ্রসাদের আকবর নগরের বীরমুক্তিযোদ্ধা মৃত হিম্মত আলীর স্ত্রী সিপার বানু, সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বীরমুক্তিযোদ্ধা আ. হাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, ভৈরবে ১৫০ জন হতদরিদ্র মুক্তিযোদ্ধাদের আবেদন পাওয়ার পর সঠিকভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১৫০ জনের বাড়ি বাড়ি গিয়ে তাদের থেকে হতদরিদ্র ২৬ জনের নামের তালিকা তৈরি করা হয়েছে। অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধা আবাসন বরাদ্ধ কমিটির সংশ্লিষ্টদের সহায়তায় এ নামের তালিকা করে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নিকট পাঠানো হয়েছে। অফিসিয়াল প্রক্রিয়া শেষে হতদরিদ্র ২৬ জন বীরমুক্তিযোদ্ধাদেরকে আবাসন বরাদ্ধের টাকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *