• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন |
  • English Version

ইটনা দিয়ে সমাপ্ত হলো কিশোরগঞ্জে কৃষক লীগের তিন মাসের বৃক্ষরোপন

কৃষকদের মাঝে চারা বিতরণ করছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি। -পূর্বকণ্ঠ

ইটনা দিয়ে সমাপ্ত হলো
কিশোরগঞ্জে কৃষক লীগের
তিন মাসের বৃক্ষরোপন

# মোস্তফা কামাল :-

হাওর উপজেলা ইটনায় চারা বিতরণের মধ্যে দিয়ে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় সমাপ্ত হলো কৃষক লীগের তিন মাসব্যাপী ব্ক্ষৃরোপন ও চারা বিতরণ অভিযান। ইটনা উপজেলা কৃষক লীগের উদ্যোগে সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে আলোচনা সভা ও চারা বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আবু বাক্কার মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। আরো বক্তব্য রাখেন ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইসমাইল হোসেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন সরকার, যুগ্ম-সম্পাদক কামাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, দপ্তর সম্পাদক দিপক দাস, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলু মিয়া ও স্থানীয় কৃষক নেতা খলিল মাস্টার। আলোচনা শেষে প্রধান অতিথি স্থানীয় কৃষকদের মাঝে ৪৫০টি বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছেন। গত তিন মাসে ১৩ উপজেলায় ৫ হাজার করে চারা রোপন ও বিতরণ করা হয়েছে বলে কৃষক লীগ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *