• সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আপন চাচা-ভাতিজার মৃত্যু

পাকুন্দিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে
আপন চাচা-ভাতিজার মৃত্যু

# রাজন সরকার, পাকুন্দিয়া প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আজিজুল হক (৪৮) ও রাব্বি (১৩) নামের আপন চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। আজ ১৬ আগস্ট রোববার দুপুর ২টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের বর্ষাগাতী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। আজিজুল হক বর্ষাগাতী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও রাব্বি বজলুল হকের ছেলে এবং উদিতা কিন্ডারগার্টেন স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বর্ষাগাতী গ্রামের আজিজুল হক দীর্ঘদিন যাবত বৈদ্যুতিক খুঁটি হতে অবৈধভাবে বসত ঘরে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। রোববার দুপুরে ওই এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন পরিদর্শনে আসছে এমন খবর পেয়ে ভাতিজা রাব্বি তাদের ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ লাইন খুটি থেকে খুলতে গেলে অসাবধানতা বশতঃ তারে জড়িয়ে পড়ে। চাচা আজিজুল হক ভাতিজা রাব্বিকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলেই চাচা-ভাতিজা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। খবর পেয়ে পাকুন্দিয়া পল্লী বিদ্যুৎ অফিস মেইন লাইন বন্ধ করলে এলাকাবাসী বিদ্যুৎপৃষ্ট দুইজনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *