• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে মাদক জঙ্গিবাদ ও কিশোর অপরাধ বিরোধী সচেতনতামূলক সভা

কিশোরগঞ্জে মাদক জঙ্গিবাদ
ও কিশোর অপরাধ বিরোধী
সচেতনতামূলক সভা

মোস্তফা কামাল :

কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণার্থীদের নিয়ে ৯ মার্চ সোমবার মাদক, জঙ্গিবাদ ও কিশোর অপরাধ বিরোধী সচেতনতামূলক সভা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রোকন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিব তৌহিদ ইমাম, যুব উন্নয়নের ডেপুটি কো-অর্ডিনেটর তানিয়া জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। পুলিশ সুপার তার বক্তব্যে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি অভিভাবকসহ জনগণকেও সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন। তিনি জঙ্গিবাদ মোকাবেলায় সাফল্যের চিত্র তুলে ধরে এর বিরুদ্ধে আদর্শিক প্রচারণার ওপরও জোর দেন। সেই সঙ্গে কিশোর অপরাধ প্রশমনের ক্ষেত্রেও সন্তানদের গতিবিধি খেয়াল রাখার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *