• শনিবার, ১৮ মে ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন |
  • English Version

কিষাণীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কিশোরগঞ্জে সভা

কিষাণীদের রাষ্ট্রীয় স্বীকৃতির
দাবিতে কিশোরগঞ্জে সভা

মোস্তফা কামাল :

গৃহিনীরা কৃষিকাজে প্রত্যক্ষভাবে অংশ নিলেও কৃষক হিসেবে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। ফলে কিষাণীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কিশোরগঞ্জে ‘ফ্যামিলি টাইস’ নামে একটি বেসরকারি সংস্থা তৃণমূল নারীদের নিয়ে ৯ মার্চ সোমবার আলোচনা সভা করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকীর সঞ্চালনায় জেলা প্রেসক্লাবের সভাপতি জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সংস্থাটির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, বিশেষ অতিথি আব্দুর রাশিদ আইন কলেজের প্রতিষ্ঠাতা বিলকিছ বেগম ও সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মাছুমা আক্তার বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, কৃষক পরিবারের নারীরা অনেকেই সরাসরি জমিতে কাজ করেন। আবার পুরুষ কৃষকরা জমির ফসল বাড়িতে আনার পর সেগুলি শুকিয়ে গোলায় তোলার কাজটি কিষাণীরা করেন। এছাড়াও কিষাণীরা কৃষি কাজের সহায়ক সাংসারিক কাজসহ আনুষঙ্গিক অন্যান্য কাজগুলোও দিনরাত সম্পাদন করেন। কিন্তু তাদের শ্রমকে কৃষকের শ্রম হিসেবে স্বীকৃতি দেয়া হয় না। তারা অন্যের জমিতে কাজ করলেও উপযুক্ত মজুরি পান না। এ ব্যাপারে সরকারের প্রতি উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন বক্তাগণ। কিষাণী ও মায়েদের পুষ্টিসহ চাহিদা মাফিক খাদ্যের সংস্থান করার জন্যও পরিবারের পুরুষ সদস্যদের প্রাত আহবান জানান বক্তাগণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *