• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আতর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরা থানার সাপমারা এলাকার বকশি বাড়ির সামাদ মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার এসআই জহুরুল ইসলাম।
পুলিশ ও স্বজনরা জানান, বেলা ১২টায় সাপমারা থেকে ভৈরবে তাঁর ছেলে মোহাম্মদ ইউসুফ এর বাসায় আসতে গিয়ে রায়পুরার দৌলতকান্দি রেলওয়ে স্টেশনে আসেন। সেখান থেকে দুপুর ১টায় কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে করে ভৈরব রেলওয়ে স্টেশন পৌঁছায়। ট্রেন থেকে নেমে ছেলের বাসা নিউটাউন এলাকায় যেতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে কর্ণফুলি ট্রেন ধাক্কা দেয়। ট্রেনটি ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো।
এদিকে আহত বৃদ্ধকে রেলওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আতর মিয়াকে ঢাকায় রেফার্ড করেন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক। ঢাকায় নেয়ার উদ্দেশ্যে এম্বুল্যান্সে তোলার মুহূর্তে তিনি মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে নিহতের ছেলে ইউসুফ মিয়া জানান, আমার বাবার স্বপ্ন ছিল ওমরা হজ্জ করবেন। আজ আমার বাবা হজ্জের টাকা নিয়ে ভৈরব আমার বাড়িতে আসছিলেন। হজ্জ করবেন বলে টাকা নিয়ে আমার বাসায় আসার জন্য ট্রেন থেকে নেমে রেললাইন দিয়ে হেঁটে আসার মুহূর্তে ট্রেনের ধাক্কা খেয়ে আহত হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে আসি। হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার মুহূর্তে আমার বাবা মৃত্যু বরণ করেন। আমাদের সংসারে আমরা ৫ ভাই, দুই বোন। আমরা চেয়েছিলাম বাবা হজ্জ করুক। হজ্জের টাকা নিয়ে আমার বাড়িতে আসছিলেন। টাকাটাও কে বা কারা নিয়ে গেছে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার এসআই জহুরুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় আতর মিয়া মৃত্যুবরণ করেছেন। পরিবারের অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিহতের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *