# রাজীবুল হাসান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়ায় মাছের আড়ত দখলকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন দৃর্বৃত্ত দখলদারদের বিরুদ্ধে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার অভিযোগকারী মো. ইসমাইল মিয়া (৬৩) থানায় হাজির হয়ে এ সংক্রান্ত লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাজিতপুর থানাধীন হিলচিয়া বাজারে অভিযোগকারী ইসমাইল মিয়ার নিজস্ব একটি মাছের আড়ত রয়েছে। দীর্ঘদিন ধরে ওই আড়তটি ভাড়া নিয়ে ব্যবসা করার জন্য স্থানীয়ভাবে পরিচিত সন্ত্রাসী মো. কাওছার আহমেদ, মাইমুর রহমান সাদ্দাম, কাওছার মিয়া ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জন চাপ সৃষ্টি করে আসছিল। কিন্তু আড়ত মালিক ভাড়া দিতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয় এবং ইসমাইল মিয়াকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন গত শনিবার সকাল ৭টার দিকে বিবাদী কাওছার আহমেদসহ অজ্ঞাত এক সহযোগী ইসমাইল মিয়াকে তাঁর বসতবাড়ি হিলচিয়া মঠখলা এলাকা থেকে মোটরসাইকেলে তুলে নোয়াকান্দি এলাকার একটি নির্জন গাছবাগানে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ১৫০ টাকার স্ট্যাম্পসহ একটি কার্টিজ পেপারে পরপর চারটি স্বাক্ষর নেয়া হয়, যা আড়তটির ৫ বছরের ভাড়ার চুক্তিপত্র বলে দাবি করা হয়েছে।
ইসমাইল মিয়া জানান, তিনি চিৎকার করার চেষ্টা করলে বিবাদীরা তাকে আবারো হত্যার হুমকি দেয় এবং ঘটনার কথা কাউকে না জানাতে কঠোরভাবে নিষেধ করে। এই ঘটনা বাড়ি ফিরে স্থানীয় লোকজনকে জানালে তারা তাকে থানায় অভিযোগ দিতে পরামর্শ দেয়। ফলে কিছুটা বিলম্বে তিনি অভিযোগ দাখিল করেন বলে উল্লেখ করা হয়েছে।
ইসমাইল মিয়ার দাবি, বিবাদীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ব্যবসায়ীদের জিম্মি করে দখলদারি চালায়। তিনি আইনগত সুরক্ষা ও ন্যায্য বিচার দাবি করেন। এ ঘটনায় বাজিতপুর থানা পুলিশ অভিযোগ পেয়েছে বলে জানান।
জানতে চাইলে বাজিতপুর থানার ডিউটি অফিসার এসআই মুশফিকুর রহমান বলেন, ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনসহ সার্বিক তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।