# নিজস্ব প্রতিবেদক :-
‘নারী ও কন্যার অগ্রযাত্রায় সাইবার সহিংসতাকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) এর সহায়তায় ভৈরব পৌরসভার আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে পৌরসভার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশিদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার সেমিনার কক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, পৌর স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম, কর আদায়কারী শাহানোয়াজ আহম্মেদ, বাজার পরিদর্শক মো. নবী হোসেন, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর রফিকুল ইসলাম রোকন, প্রবৃদ্ধি প্রকল্পের এলইডি অফিসার কারিনা।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশিদ বাংলা নারী জাগরনের মহীয়সী নারী বেগম রোকেয়া শাখাওয়াত এর জীবনের আলোকপাত করেন।