# মো. আল আমিন টিটু :-
ভৈরবে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে এই সম্মাননা দেয়া হয়। এদের মধ্যে ৪ জনই জেলা পর্যায়েও ‘অদম্য নারী’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া শুধু একজন নারী হিসেবে পারিবারিক জীবনে আবদ্ধ ছিলেন না। তিনি ছিলেন নারী জাগরণ ও সমাজ বদলের অনন্য পথিকৃৎ। তাঁর আদর্শ অনুসরণ করে দেশের নারীরা আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
এসময় বক্তারা আরও বলেন, নারী শিক্ষা, নারীর কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশিদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজহার উল আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম।
আলোচনা সভা শেষে নির্বাচিত ৫ জন অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।