# মোহাম্মদ খলিলুর রহমান :-
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপজেলা পরিষদ গেইটের সামনে স্কাউট, গার্লস গাইড, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ শেষে হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদ ফাত্তাত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাবিবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, বাজিতপুর রাজ্জাকুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ খায়রুল হাসান কাউছার, বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান এবং উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. সিরাজুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।