# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম শহিদুল্লাহ। ৮ ডিসেম্বর সোমবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে বাজিতপুর থানার ওসি পদে যোগদান করেন।
বাজিতপুর থানায় যোগদানের পূর্বে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী থানায় ওসি হিসেবে আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর ওসি এস এম শহিদুল্লাহ জানান, “বাজিতপুরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর সহায়তাই আমার কাম্য।”
উল্লেখ্য, নতুন ওসি এস এম শহিদুল্লাহ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সন্তান।