# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের পরদিন এক বিভাটেক রিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ নদের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার ভোরে কটিয়াদী উপজেলার পাশ্ববর্তী বেলাবো থানার বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়ালেচর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রশীদ (৩৮) কটিয়াদীর লোহাজুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাঝি বাড়ি মহল্লার আব্দুল আউয়ালের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী। পাশের সড়ক থেকে কিছুটা দুরত্বে নদের পাড়ে মৃতদেহটি পড়ে ছিলো। এ সময় লাশের পাশে মাছ শিকারের একটি বরশী ছিলো। মাথায় ধারালো কোন অস্ত্রের আঘাত এবং চোখ ওপড়ানো দেখতে পান লোকজন। সড়কের পাশে একটি বিভাটেক রিকশা পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।
পরে বেলাব থানার পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করেন।