# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে করিমগঞ্জে বাড়িতে যাওয়ার পথে সিএনজি-বাস সংঘর্ষে এক শিক্ষক আহত হয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্ণবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন শুক্রবার দিবাগত রাত ১টায় তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকার সড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষকের নাম আব্দুল করিম (৪১)। তিনি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা গ্রামের বাসিন্দা ও অষ্টগ্রাম উপজেলার হক সাহেব উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক ছিলেন।
হক সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান চৌধুরী ও পরিবার সূত্রে জানা যায়, বিকালে সিএনজি করে বাড়িতে যাচ্ছিলেন আব্দুল করিম। পথিমধ্যে কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকায় পৌঁছালে সিএনজির পেছন থেকে একটি বাস তাঁর সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পায়ের হাঁটুতে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার ওসি মোকসেদুর রহমান বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।