# নিজস্ব প্রতিবেদক :-
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জে মহিলা পরিষদ বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভা করেছে। এতে আলোচনা করা হয় নারীদের বিরুদ্ধে পরিচালিত সাইবার আক্রমণ ও প্রতিকার বিষয়ে। আলোচকগণ বলেন, আজকের তথ্য প্রযুক্তির যুগে স্মার্ট ফোন হয়ে গেছে প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জীবনের অংশ। ফলে স্মার্ট ফোন পরিত্যাগের সুযোগ নেই। তবে সাইবার আক্রমণ মোকাবেলায় সরকারের দিক থেকে যেমন প্রযুক্তিগত ও আইনগত পদক্ষেপ নেওয়া দরকার, পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারকারীদেরও এসব আক্রমণ মোকাবেলার প্রযুক্তিগত সক্ষমতা রপ্ত করতে হবে। বিশেষ করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ওপর দখল কায়েম করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এআই দিয়ে তৈরি মিথ্যা ছবি আর ভিডিও বোঝার মত সক্ষমতা অর্জন করতে হবে।
শনিবার সকালে শহরের কাজী নরুল ইসলাম সড়কের কার্যালয়ে জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী নাসির উদ্দিন ফারুকী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার, বেসরকারি সংস্থা পপির জেলা সমন্বয়ক ফরিদুল আলম, জেলা সনাক সভাপতি স্বপন কুমার বর্মণ, মানবাধিকার আইনজীবী গাজী মাহমুদ, সাবেক প্রধান শিক্ষিকা রাবেয়া আক্তার, নিসচা সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, জেলা উদীচী সভাপতি সাখাওয়াত হোসেন খান, প্রাক্তন শিক্ষক এনামুল হক চৌধুরী, পপি কর্মকর্তা শাহীন হায়দার, সমাজকর্মী তাজউদ্দিন আহমেদ বকুল, কামরুজ্জামান, সাংবাদিক মোস্তফা কামাল, আলম সারোয়ার টিটু, শফিক কবীর, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, আন্দোলন সম্পাদক কামরুন নাহার, বৃষ্টি প্রমুখ।