# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় প্রাইভেট কার চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। তিনি পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক এবং একই গ্রামের বাসিন্দা সামছুল ইসলাম (৫৮)।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সামছুল ইসলাম মির্জাপুর ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে বাইসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। এসময় একটি প্রাইভেট কার ওভারটেক করতে গিয়ে সামছুল ইসলামকে চাপা দিলে তিনি গুরতর আহত হন। এলাকাবাসী উদ্ধার করে তাঁকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রাইভেট কার ও চালককে আটক করা হয়েছে।